ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার কয়েক মুহূর্ত আগে তেল আবিব ও ইসরায়েলের পুরো মধ্যাঞ্চলজুড়ে আকাশ হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলে আঘাত হেনেছে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
Published : 15 Sep 2024, 01:24 PM
ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলের জনবসতিহীন এলাকায় আঘাত হেনেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার কয়েক মুহূর্ত আগে রোববার স্থানীয় সময় ৬টা ৩৫ মিনিটের দিকে তেল আবিব ও ইসরায়েলের পুরো মধ্যাঞ্চলজুড়ে আকাশ হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে।
ক্ষেপণাস্ত্র হামলার পর দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, “ইসরায়েলের মধ্যাঞ্চলে সাইরেন বাজার কিছুক্ষণের মধ্যেই একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়, এটি পূর্ব দিক থেকে মধ্য ইসরায়েলে প্রবেশ করার পর একটি খোলা জায়গায় এসে পড়ে। এতে কেউ হতাহত হয়েছে বলে খবর হয়নি।”
রয়টার্স জানিয়েছে, ওই অঞ্চল থেকে আসা একটানা ভারী শব্দও শোনা যায়, যাকে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের ছোড়া ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র থেকে এসেছে বলে জানিয়েছে।
ইসরায়েলের বাসিন্দাদের জন্য তাদের প্রতিরক্ষামূলক গাইডলাইন অপরিবর্তিত রয়েছে বলে বাহিনীটি জানিয়েছে।
রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন, ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি খোলা মাঠ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে ওই আগুন ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের কারণে না ইসরায়েলি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে জ্বলে উঠেছে, তা পরিষ্কার হয়নি।
অনলাইনে পোস্ট করা ভিডিও ও ছবিতে ইসরায়েলের মধ্যাঞ্চলে রুট ওয়ান মহাসড়কের কাছে তৃণভূমিতে আগুন জ্বলতে ও সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
একটি ছবিতে দেখা গেছে, তেল আবিবের প্রায় ২৫ কিলোমিটার পূর্বে মোদিন শহরের এক রেল স্টেশনের এসকেলেটর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলের পুলিশ জানিয়েছে, তারা তেল আবিবের পূর্বে জুডিন নিম্নাঞ্চলে ক্ষেপণাস্ত্রের ভেতরে থাকা বস্তর টুকরার খোঁজে তল্লাশি চালাচ্ছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিব ও মোদিনের মাঝের একটি খোলা এলাকায় পড়েছে। ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলো কতোটুকু কাজে লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইয়েমেনের ক্ষমতাসীন হুতি গোষ্ঠীর জ্যেষ্ঠ কর্মকর্তা হেজাম আল-আসাদ সামাজিক মাধ্যম এক্স এ হিব্রু ভাষায় করা এক পোস্টে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার উল্লেখ করে ইসরায়েলিদের উপহাস করেছে।
তবে ইসরায়েল বলেছে, ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে ছোড়া হলেও কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
একই দিন লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৪০টি রকেট ছোড়া হয় ও একটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এসব রকেট ও ড্রোন হামলায়ও ‘কেউ হতাহত হয়নি’ বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
দেশটির গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলার সাইরেন বেজে ওঠার পর নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার জন্য দৌড়াদৌড়ির মধ্যে অন্তত নয়জন আহত হয়েছেন।
הטיל לעבר המרכז נפל בשטח פתוח באזור כביש 1, ליד כפר דניאל@galdjerassi @Doron_Kadosh pic.twitter.com/K1mgpIcLxm
— גלצ (@GLZRadio) September 15, 2024