ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলাকে ইহুদিবিদ্বেষী বলে মন্তব্য করেছেন দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতারা।
Published : 08 Nov 2024, 08:05 PM
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলার পর তাদেরকে উদ্ধারে বাণিজ্যিক উড়োজাহাজ পাঠাচ্ছে ইসরায়েল।
ফুটবল সমর্থকদের ওপর ওই হামলাকে ইহুদিবিদ্বেষী বলে মন্তব্য করেছেন দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতারা। নিজ দেশের ফুটবল সমর্থকদের ফেরত আনতে শুক্রবার নেদারল্যান্ডসে দুটি উড়োজাহাজ পাঠাচ্ছে ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ইসরায়েলের ফুটবল ক্লাব ম্যাকাবি তেল আবিব ও ইহুদি ক্লাব হিসেবে পরিচিত অ্যাজাক্স আমস্টারডামের মধ্যকার খেলার পর ইসরায়েলি নাগরিকদের ওপর খুবই সহিংস ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে উড়োজাহাজ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আমস্টারডামের জোহান ক্রুইফ এরিনাতে বৃহস্পতিবার ম্যাকাবি ও অ্যাজাক্স আমস্টারডামের মধ্যে ইউরোপা লিগের খেলা ছিল। এ খেলায় অ্যাজাক্স আমস্টারডাম জয়ী হওয়ার পর রাতে সেখানে সংঘাত শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, চলমান সংঘাত থামানোর চেষ্টা করছে পুলিশ। এর মাঝে কিছু হামলাকারী ইসরায়েলবিরোধী স্লোগান দিচ্ছিল।
আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা বলেছেন, ম্যাকাবি তেল আবিব সমর্থকদের ওপর হামলা এবং গালিগালাজ করা হয়েছে। তাদের দিকে আতশবাজিও ছোড়া হয়েছে। তাদের রক্ষা করতে এবং পাহারা দিয়ে হোটেলে পৌঁছে দিতে দাঙ্গা পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছে। অন্তত ৫ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নেদারল্যান্ডসে ইহুদিবিদ্বেষ বেড়ে গেছে। স্থানীয় অনেক ইহুদি সংগঠন ও স্কুল হুমকি ও ঘৃণার ভাষায় লেখা চিঠি পাওয়ার অভিযোগ করেছে।
ডাচ প্রধানমন্ত্রী ডিক শুফ বলেছেন, ইসরায়েলের নাগরিকদের ওপর ইহুদিবিদ্বেষীদের হামলার ঘটনায় তিনি ভীত সন্ত্রস্ত। এমন হামলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।”
শুফ জানান তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাকে আশ্বস্ত করেছেন যে, “অপরাধীদের শনাক্ত করা হবে এবং আইনের আওতায় তাদের বিচার করা হবে।”