ভূমধ্যসাগরে গুরুত্বপূর্ণ জলপথে থাকা শর্টহর্ন এক্সপ্রেস নামের একটি পশুবাহী জাহাজেও ড্রোন যোগে হামলা চালানোর দাবি করেছে হুতিরা।
Published : 23 Jun 2024, 04:05 PM
ইয়েমেনের হুতিরা জানিয়েছে, ইরাকি মিলিশিয়া বাহিনী ইসলামিক রেজিট্যান্স ফোর্সের সঙ্গে যৌথভাবে তারা ইসরায়েলের হাইফা বন্দরে চারটি জাহাজে হামলা চালিয়েছে।
শনিবার যৌথ এই সামরিক অভিযান চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনের ক্ষমতাসীন গোষ্ঠীটি।
রোববার ভোররাতে টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলের হাইফা বন্দরে সিমেন্টের দু’টি ট্যাংকার ও দু’টি মালবাহী জাহাজে ড্রোনযোগে হামলা চালিয়েছে তারা।
এই জাহাজগুলো ‘অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে’ বলে দাবি করেছেন তিনি।
রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে হুতিদের এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। চলতি মাসের প্রথমদিকেও হুতিরা একই ধরনের আরেকটি হামলার দাবি করেছিল, তখন ইসরায়েল তা অস্বীকার করেছিল।
সারি আরও জানান, হুতিরা ড্রোন যোগে ভূমধ্যসাগরে শর্টহর্ন এক্সপ্রেস নামের একটি জাহাজেও হামলা চালিয়েছে। গুরুত্বপূর্ণ জলপথগুলোতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর প্রচেষ্টার অংশ হিসেবে এ হামলাটি চালানো হয়েছে।
“দু’টি অভিযানেই সাফল্যজনকভাবে তাদের লক্ষ্য অর্জন করেছে আর এ হামলাগুলো ছিল নির্ভুল ও সরাসরি,” বলেন তিনি।
কথিত এ হামলার বিষয়টি স্বতন্ত্রভাবে কেউ নিশ্চিত করেনি আর রয়টার্সও এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
ইয়েমেনের ক্ষমতাসীন হুতিরা গত নভেম্বর থেকে লোহিত সাগর ও সংলগ্ন জলসীমায় ইসরায়েল ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বা গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থনকারী দেশের জাহাজগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। গাজার ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করতে তারা এসব হামলা চালাচ্ছে বলে দাবি ইরানের সমর্থন পাওয়া হুতিদের।
আরও পড়ুন: