যুক্তরাষ্ট্র ও ব্রিটেন হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় প্রায় ৩০টি হামলা চালানোর পরদিন শুধু যুক্তরাষ্ট্র দেশটিতে হামলা চালায়।
Published : 13 Jan 2024, 09:06 AM
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন লোহিত সাগরে চলাচলরত জাহাজগুলোকে রক্ষার অঙ্গীকার করার পর ইয়েমেনের হুতি বাহিনীর বিরুদ্ধে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইরান সমর্থিত হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় প্রায় ৩০টি হামলা চালানোর পরদিন শনিবার শুধু যুক্তরাষ্ট্র দেশটিতে হামলা চালায়, রয়টার্সকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।
তাদের মধ্যে এক কর্মকর্তা জানান, এবার হুতিদের একটি রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই স্থাপনাটি লোহিত সাগরে চলাচলরত জাহাজগুলোর জন্য হুমকি হয়ে ছিল বলে জানা গেছে।
রয়টার্স জানিয়েছে, ওই দুই মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কথা বললেও বিস্তারিত আর কিছু জানাননি। লোহিত সাগরে হুতিদের হামলা বন্ধ করতে মার্কিন সামরিক বাহিনীর নেওয়া পদক্ষেপে ইয়েমেনের রাডার অবকাঠামোগুলো মূল লক্ষ্যস্থল হয়েছে।
ইয়েমেনের রাজধানী সানায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন হামলা চালিয়েছে, হুতি আন্দোলনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ শনিবার প্রথম প্রহরে এমন খবর জানানোর কয়েক মিনিট পরই রাডার স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।
ফিলিস্তিনি ছিটমহল গাজায় চলা ইসরায়েল-হামাস যুদ্ধ অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়তে পারে, এমন উদ্বেগকে আরও তীব্র করে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের জঙ্গি বিমান, জাহাজ ও ডুবোজাহাজ হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনজুড়ে বিভিন্ন লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। গাজায় ইসরায়েলের অবরোধ ও নির্মম হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করে তাদের সমর্থনে লোহিত সাগরে চলাচলরত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাচ্ছিল হুতিরা। তাদের দাবি, ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালাচ্ছে তারা আর গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে তারা।
হুতি নেতারা হামলার প্রতিশোধ নেওয়ার শপথ করলে শুক্রবার বাইডেন সতর্ক করে বলেছিলেন, তারা লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোতে আক্রমণ বন্ধ না করলে তিনি ইয়েমেনে আরও হামলা চালানোর নির্দেশ দিতে পারেন। লোহিত সাগর অর্থনৈতিকভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ।
“হুতিরা যদি তাদের এই আপত্তিকর আচরণ চালিয়ে যায় তাহলে নিশ্চিত করছি যে আমরা জবাব দেব,” বলেছিলেন বাইডেন।
পেন্টাগন জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনে হুতিদের ২৮টি সামরিক স্থাপনায় ৬০টি লক্ষ্যস্থলে আঘাত হেনেছে, এতে ইরান সমর্থিত গোষ্ঠীটির নতুন হামলা চালানোর সক্ষমতা হ্রাস পেয়েছে।
অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে এ যুদ্ধ বিস্তৃত হওয়ার অন্যতম সবচেয়ে নাটকীয় প্রদর্শনী ইয়েমেনে যুক্তরাষ্ট্র, ব্রিটেনের এসব হামলা। যদিও যুক্তরাষ্ট্র বলেছে, উত্তেজনা বাড়ানোর কোনো উদ্দেশ্য তাদের নেই।
আরও পড়ুন:
ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে হামলা যুক্তরাষ্ট্র, ব্রিটেনের
ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলা শুরুর পর বেড়েছে তেলের দাম
ইয়েমেনে হামলার নিন্দায় রাশিয়া, জবাব দেওয়ার অঙ্গীকার হুতিদের
ইয়েমেনে হামলা: সংযমের আহ্বান সৌদি আরবের
ইয়েমেনে হুতি সমর্থকদের বিশাল বিক্ষোভ
বিশ্ব আদালতে গণহত্যার অভিযোগ ‘মিথ্যা ও বিকৃত’ বলে প্রত্যাখ্যান করল ইসরায়েল