ব্রেন্ট ক্রুড তেলের দাম এবছর ব্যারেলপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ৮০ ডলারে।
Published : 12 Jan 2024, 11:23 PM
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার প্রতিশোধ হিসেবে ইয়েমেনে হুতি অবস্থানগুলোতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যর হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম একলাফে ৪ শতাংশ বেড়ে গেছে।
বিবিসি জানায়, ব্রেন্ট ক্রুড তেলের দাম এবছর ব্যারেলপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ৮০ ডলারে। এভাবে দাম বাড়তে থাকলে রাশিয়ার ইউক্রেইন আগ্রাসনের সময় তেলের দাম যেভাবে বেড়েছিল, সে অবস্থারই পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪ শতাংশ বেড়ে ৮০ দশমিক ৭১ ডলারে পৌঁছেছে। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড প্রতি ব্যারেল ৪ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ৭৪ দশমিক ০৩ ডলার।
লোহিত সাগরে জাহাজের ওপর হামলা চলতে থাকলে যুক্তরাজ্যের অর্থনীতিতে এর কুপ্রভাব পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন যুক্তরাজ্য সরকার। সংকট চলতে থাকলে প্রাকৃতিক গ্যাসের দাম ২৫ শতাংশ বেড়ে যাওয়ার পাশাপাশি তেলের দাম ব্যারেলপ্রতি ১০ ডলার পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা করছে যুক্তরাজ্য।
গাজায় হামাসের সমর্থনে গত বছর অক্টোবরের মাঝামাঝি সময় থেকো লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে ইয়েমেনের ইরানপন্থি হুতিরা। জাহাজগুলোর সঙ্গে ইসরায়েলের সংযোগ আছে বলেই দাবি তাদের।
হুতিদের এই হামলার জবাবেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য শুক্রবার ইয়েমেনের হুতি অবস্থানে হামলা চালায়। ইয়েমেন জুড়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জঙ্গি বিমান, জাহাজ এবং সাবমেরিন থেকে এই হামলা চলে।
হুতিরা এরপর জানিয়েছে, মোট ৭৩ টি বিমান হামলায় তাদের ৫ যোদ্ধা নিহত হয়েছে। তারা এই হামলার জবাব দেবে এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজেও তাদের হামলা বন্ধ হবে না।
বৃটিশ সরকারের আশঙ্কা, প্রতিশোধের স্পৃহা থেকে হুতিরা লোহিত সাগরে জাহাজগুলোকে আরও বেশি হামলার নিশানা করলে কার্গো জাহাজ চলাচলে যে প্রভাব পড়বে, তাতে জ্বালানির বাজারে ঘোর সংকট দেখা দিতে পারে।