গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান ভারতীয় তারকা।
Published : 03 Apr 2025, 04:51 PM
ঘটনার সময় ভিরাট কোহলির প্রতিক্রিয়ায় বোঝা যাচ্ছিল ব্যথার তীব্রতা। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান ভারতীয় তারকা। ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। মাঠেই নিতে হয় চিকিৎসা। মাঠ ছেড়ে না গেলেও তার চোট কতটা গুরুতর, তা নিয়ে শুরু হয়ে যায় নানা কৌতূহল।
পরের ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়েও অনেকের মনে জাগে সংশয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার অবশ্য বললেন, কোহলিকে দেখে খারাপ কিছু মনে হয়নি তার।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার রান তাড়ায় গুজরাটের ইনিংসের দ্বাদশ ওভারের ঘটনা এটি। স্পিনার ক্রুনাল পান্ডিয়ার বলে হাঁটু গেড়ে সুইপ শট খেলেন গুজরাট ওপেনার সাই সুদার্শান। বল তিরের গতিতে ডিপ মিডউইকেট বাউন্ডারির দিকে যায়।
তবে বলের বাউন্স ঠিকমতো অনুমান করতে পারেননি কোহলি। বল তার হাতে লেগে চার হয়ে যায়। যন্ত্রণায় মাঠে বসে পড়েন তিনি। ফিজিওর শুশ্রুষা নিয়ে পরে আবার ফিল্ডিং করেন ৩৬ বছর বয়সী তারকা।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে বেঙ্গালুরুর কোচ ফ্লাওয়ার বলেন, কোহলিকে নিয়ে উদ্বেগের কিছু নেই।
“ভিরাটকে ভালো দেখাচ্ছে, সে ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই।”
বেঙ্গালুরুর ৮ উইকেটে হারের এই ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারেননি কোহলি। ৬ বলে ৭ রান করে আউট হন তিনি।
তিন ম্যাচে তাদের প্রথম হার এটি। পরের ম্যাচে আগামী সোমবার ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে তারা।