Published : 04 May 2025, 05:21 PM
ফরিদপুরের সালথায় ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনায় মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বেলা ২টার দিকে অভিযান চালিয়ে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সালথা থানার ওসি মো. আতাউর রহমান জানান।
গ্রেপ্তার মো. নাসির উদ্দিন কাকিলাখোলা গ্রামের মহিউদ্দিন মাতুব্বরের ছেলে।
ওসি বলেন, “গত ১৯ জানুয়ারি সকালে সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়া ও সালথা উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের ব্যবসায়ী হাসান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। তার একটি টিনের ঘরে আগুনও ধরিয়ে দেওয়া হয়।
“এ সময় হাসান আশরাফের সমর্থক বিএনপি নেতা মাজেদ মোল্যার দুটি ঘর, ইউনুস মোল্যার দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়ি-ঘর ও শফিকের একটি দোকানে ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনার প্রধান আসামি ছিলেন নাসির উদ্দিন মাতুব্বর।”
নাসির উদ্দিনের বিরুদ্ধে দুটি বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।