Published : 04 May 2025, 10:33 PM
ভারত পানিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার বিকাল ৪টায় রংপুর নগরীর শাপলা চত্বরে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত গণপদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “আমরা ভারতের কাছে কিছু চাই না, শুধু পানি চাই। আমরা বকশিশ চাই না, ভিক্ষা চাই না- আমরা আমাদের ন্যায্য হিস্যার পানি চাই। আজ না হোক, কাল দিতে হবে।
“আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আগের সরকার ভারতের সঙ্গে এই হিসাব-নিকাশ করেনি। কারণ তারা সরকারে থাকার ইচ্ছায় ভারতকে চাপে ফেলেনি।”
তিনি বলেন, “আমাদের কাছে ভারতের অনেক কিছু রয়েছে। মোংলা পোর্ট, চট্টগ্রাম পোর্ট- সব হিসাব করতে হবে। হিসাব করার সময় এসেছে। আমাদের তিস্তার পানি চাই, ফারাক্কার পানি চাই। দেশের যেখানে পানি দরকার, সেখানে তা দিতে হবে।”
বিএনপি নেতা বলেন, “আমরা বহু আগেই পানির ন্যায্য হিস্যা পেতাম যদি শেখ হাসিনার নেতৃত্বে একটি সন্ত্রাসী সরকার না আসত। তারা ভারতের কাছে কোনোদিন পানির দাবি তুলতে পারেনি।”
গণপদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু, বিএনপি নেতা এমদাদুল হক ভরসা।