চীনা ত্রাণবহরটি তাদের গন্তব্য, যে পথ দিয়ে তারা যাচ্ছে ও সরবরাহ পরিকল্পনা সামরিক জান্তাকে অবহিত করেছিল বলে জানিয়েছে।
Published : 02 Apr 2025, 02:26 PM
মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার সময় একটি চীনা ত্রাণবহরে দেশটির সামরিক বাহিনী গুলি করেছে বলে খবর হয়েছে।
দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, মান্দালয়ে যাওয়ার পথে উত্তরাঞ্চীয় শান রাজ্যের নায়ুং চো শহর অতিক্রমের সময় ত্রাণবাহী নয়টি গাড়ির একটি বহরে জান্তার সেনারা ভারী মেশিনগান দিয়ে গুলি করেছে।
টিএনএলএ জানায়, ত্রাণবহরটি তাদের গন্তব্য, যে পথ দিয়ে তারা যাচ্ছে ও সরবরাহ পরিকল্পনা সামরিক জান্তাকে অবহিত করেছিল।
অপরদিকে সামরিক বাহিনী বলেছে, চীনা ত্রাণবাহী বহরটি যে নায়ুং চো শহর অতিক্রম করবে এমনটি তাদের জানানো হয়নি, নির্দেশ দেওয়ার পরও না থামায় সেটি লক্ষ্য করে গুলি করা হয়েছে।
জান্তার দাবি, এ ঘটনায় কেউ জখম হয়নি। ঘটনাটি তারা তদন্ত করে দেখছে বলে জানিয়েছে।
গত শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে মিয়ানমারের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প হয়। ভয়াবহ এ ভূমিকম্পে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়। আহত হয় আরও কয়েক হাজার এবং আরও কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছেন।
গৃহযুদ্ধ কবলিত দেশটির তিনটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী প্রাকৃতিক দুর্যোগের এই বিপর্যস্ত অবস্থার মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করতে সাময়িকভাবে লড়াই বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।
কিন্তু সামরিক জান্তার প্রধান জ্যেষ্ঠ জেনারেল মিন অং হ্লাইং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন, জানিয়েছে বিবিসি।
দেশটির সামরিক বাহিনী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। হ্লাইং বলেছেন, “মিয়ানমারের সামরিক বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।”