লড়াই ফের শুরু হলে হামাস পরাজিত না হওয়া পর্যন্ত চলবে বলে ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
Published : 12 Feb 2025, 12:54 PM
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতির সমাপ্তি ঘটবে আর ইসরায়েলি সামরিক বাহিনী লড়াই আবার শুরু করবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
লড়াই ফের শুরু হলে হামাস পরাজিত না হওয়া পর্যন্ত চলবে বলে ঘোষণা করেছেন তিনি।
নেতানিয়াহুর এই হুঁশিয়ারির পর হামাস এক বিবৃতিতে যুদ্ধবিরতির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে যুদ্ধবিরতিকে ঝুঁকিতে ফেলার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে।
মঙ্গলবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকের পর নেতানিয়াহু ওই হুঁশিয়ারি দেন। মন্ত্রিসভার এ বৈঠকে দেশটির প্রতিরক্ষা, পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রীরা অংশ নেন। তারা সবাই ওই হুঁশিয়ারির বিষয়ে পূর্ণ সমর্থন দেন, জানিয়েছে রয়টার্স।
গাজায় প্রায় ১৬ মাস ধরে যুদ্ধ চলার পর মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। তিন পর্বের এ যুদ্ধবিরতির প্রথম পর্ব ১৯ জানুয়ারি শুরু হয়। ৪২ দিনের এ পর্বে হামাসের মোট ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তারা এ পর্যন্ত ১৬ জন জিম্মিকে মুক্তি দিয়েছে।
গত তিন সপ্তাহ ধরে যেমনটি ঘটেছে তেমনিভাবে শনিবার হামাসের আরও কয়েকজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। আর এর বিনিময়ে ইসরায়েলি কারাগার ও আটক কেন্দ্রগুলোতে বন্দি বহু ফিলিস্তিনির মুক্তি পাওয়ার কথা।
কিন্তু সোমবার হামাস বলেছে, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘন করছে, এর সমাধান না হলে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত আর কোনো জিম্মিকে মুক্তি দেবে না তারা।
এর জবাবে নেতানিয়াহু বলেছেন, “হামাস যদি শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের ফেরত না দেয়, যুদ্ধবিরতির অবসান ঘটবে আর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (সামরিক বাহিনী) তীব্র লড়াইয়ে ফিরে এসে হামাসের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত চালিয়ে যাবে।”
হামাসকে গাজায় বন্দি সব জিম্মিকে মুক্তি দিতে হবে, না যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শনিবার যে তিন জনকে মুক্তি দেওয়ার কথা তাদের দিলেই চলবে- নেতানিয়াহুর বক্তব্য থেকে তাৎক্ষণিকভাবে এটি পরিষ্কার হয়নি।
নেতানিয়াহুর বক্তব্যের বিষয়ে মন্তব্য চেয়ে রয়টার্সের জানানো অনুরোধে তার দপ্তর তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনল্ড ট্রাম্প বলেছেন, হামাসের উচিত শনিবারের মধ্যেই সব জিম্মিকে ছেড়ে দেওয়া।
হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধা দেখালেই শুধু ইসরায়েলি জিম্মিরা বাড়ি ফিরতে পারবে। জিম্মিদের সবাইকে মুক্তি না দিলে ‘গাজায় আবার নারকীয় পরিস্থিতি ফিরে আসবে’, ট্রাম্পের এমন হুমকিকে খারিজ করে দেন তিনি।
আরও পড়ুন:
ইসরায়েলি জিম্মিদের মুক্তি বন্ধ রাখবে বলে ঘোষণা হামাসের
জিম্মি মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল হওয়া উচিত: ট্রাম্প