যুক্তরাষ্ট্রের ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা খুনের ঘটনায় অভিযুক্ত হয়েছেন লুইজি মাঞ্জিওনি নামের এক যুবক।
Published : 11 Dec 2024, 07:42 PM
নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসনকে হত্যার ঘটনায় ২৬ বছর বয়সী লুইজি মাঞ্জিওনিকে অভিযুক্ত করা হয়েছে। মাঞ্জিওনির এই অপরাধের পেছনে তার ক্রনিক পিঠে ব্যথার যন্ত্রণা ভোগ এবং স্বাস্থ্যবীমা পরিষেবা নিয়ে অসন্তোষের ইতিহাস লুকিয়ে আছে বলেই ধারণা করা হচ্ছে।
সিইও ব্রায়ান থম্পসন হত্যাকাণ্ডের তদন্তে আততায়ী মাঞ্জিওনির ক্রনিক পিঠে ব্যথার বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে। পুলিশ যখন বলছে, থম্পসনকে ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় মাঞ্জিওনির বিভিন্ন পোস্টে স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিরুদ্ধে তার বিরূপ মনোভাবের প্রকাশ ঘটেছে।
‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’ পত্রিকা জানায়, মাঞ্জিওনিকে গ্রেপ্তারের সময় তার কাছে একটি ইস্তেহার ছিল, যা তার হত্যাকাণ্ডের প্রেরণা ও মানসিকতা সম্পর্কে ইঙ্গিত দেয়। স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠানগুলো মানুষের কল্যাণের কথা চিন্তা না করে লাভের অঙ্ক কষে এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবীমা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বলেও ইস্তেহারে অভিযোগ করেছিলেন মাঞ্জিওনি।
এ থেকে তদন্তকারীদের ধারণা, তিনি স্বাস্থ্যবীমা নিয়ে হতাশা থেকে হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। মাঞ্জিওনির এ হতাশার সঙ্গে জড়িয়ে ছিল তার যন্ত্রণাদায়ক জীবন, পিঠে ব্যথার সঙ্গে সংগ্রাম- সেকথা অনলাইনে মাঞ্জিওনির ব্যক্তিগত অ্যাকাউন্টের তথ্য এবং ঘনিষ্ঠজনদের কথা থেকেও উঠে এসেছে।
২০২২ সালে মাঞ্জিওনি হাওয়াইয়ে থাকতেন। সেখানে তার প্রাক্তন রুমমেট আরজে মার্টিন জানিয়েছেন, মাঞ্জিওনি দীর্ঘদিন ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন। মেরুদণ্ডে কিছু সমস্যা দেখা দিয়েছিল।
মার্টিন সিএনএন-কে জানান, সার্ফিং শেখার পর মাঞ্জিওনি ব্যথার কারণে "প্রায় এক সপ্তাহ বিছানায়" ছিলেন। মাঞ্জিওনির পিঠে অস্ত্রোপচারও হয়েছে। পিঠের যন্ত্রণার কারণে মাঞ্জিওনি জানতেন, তার পক্ষে সম্পর্কে জড়ানো বা শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়া সম্ভব নয়। এ বিষয়টি নিয়েও তিনি হতাশায় ভুগতেন।
মার্টিন বলেন, ২০২৩ সালে সম্ভবত পিঠে অস্ত্রোপচারের জন্য হাওয়াই ছেড়েছিলেন মাঞ্জিওনি। সেই বছর অগাস্টে মার্টিন তার বন্ধু কেমন আছে তা জানার জন্য যোগাযোগ করেন। তখন তাকে পিঠের অস্ত্রোপচারের ছবি পাঠিয়েছিলেন মাঞ্জিওনি।
‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা জানায়, মাঞ্জিওনি এক্স প্রোফাইলে একটি মেরুদণ্ডের অস্ত্রোপচারের এক্স-রে এর একটি ছবি পোস্ট করেন।
এমনকি, বিভিন্ন ধরনের বই পড়া যায় এমন একটি ওয়েবসাইট ‘গুডরিডস’ এ তাকে "ক্রুকড: আউটউইটিং দ্য ব্যাক পেইন ইন্ডাস্ট্রি অ্যান্ড গেটিং অন দ্য রোড টু রিকভারি" নামের একটি বই পর্যালোচনা করতেও দেখা গেছে।
পিঠে ব্যথার কারণে সার্ফিংয়ের মতো বেশ কিছু পছন্দের বিষয় ত্যাগ করতে হয়েছিল মাঞ্জিওনিকে। তার এক সহকর্মী জানান, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে মাঞ্জিওনি প্রায় দুই মাসের জন্য ছুটি নিয়েছিলেন। সহকর্মীর ম্যানেজার তাকে বলেছিলেন, পিঠের সমস্যার কারণে তিনি ছুটিতে আছেন।
বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, মাঞ্জিওনি মূলত ‘ইস্টমিক স্পনডাইলোলিথেসিস’ নামক এক রোগে আক্রান্ত। এটি মূলত মেরুদণ্ডের রোগ। তাই স্বাস্থ্যবীমা নিয়ে হতাশার পাশাপাশি মাঞ্জিওনি এই দীর্ঘ স্বাস্থ্যসমস্যা থেকেও ইউনাইটেড হেলথকেয়ার সিইও কে খুন করতে প্ররোচিত হয়ে থাকতে পারেন বলে মনে করছেন তদন্তকারীরা।
ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে ম্যানহাটনের হিলটন হোটেলের বাইরে পিঠে গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি হেলথকেয়ারের বিনিয়োগকারীদের সঙ্গে একটি বৈঠকে অংশ নিতে সেখানে গিয়েছিলেন। তাকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় লুইজি মাঞ্জিওনিকে।
মাঞ্জিওনি একজন আইভি লীগ গ্র্যাজুয়েট। তাকে পেনসিলভানিয়া রাজ্যের আলটোনায় ম্যাকডোনাল্ডস-এর একটি দোকান থেকে গত ৯ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। সেখানে এক গ্রাহক তাকে দেখে শনাক্ত করার পর তিনি গ্রেপ্তার হন। একটি ভুয়া আইডি কার্ড, বন্দুকের সাপ্রেসর এবং হত্যাকারীর মতো জামাকাপড় উদ্ধার করা হয়েছে মাঞ্জিওনির কাছ থেকে।
তাকে পেনসিলভেইনিয়ার আদালতে হাজির করা হয় এবং পাঁচটি অভিযোগে অভিযুক্ত করা হয়। আদালত তার জামিন আবেদনও নাকচ করে। অবৈধ অস্ত্র রাখা, জালিয়াতি এবং পুলিশকে মিথ্যা পরিচয় দেওয়ার অভিযোগে মাঞ্জিওনিকে পেনসিলভেইনিয়ার জেলে রাখা হয়েছে।