গাজায় হামাস নেতা হানিয়ার বাড়িতে ইসরায়েলের বিমান হামলা

হানিয়ার বাড়িটি ‘সন্ত্রাসী অবকাঠামো হিসেবে ব্যবহৃত হতো’ বলে অভিযোগ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2023, 08:59 AM
Updated : 16 Nov 2023, 08:59 AM

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গাজায় হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়িতে বিমান হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে এক ঘোষণায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা বুধবার রাতে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধানের বাড়িতে হামলা চালাতে জঙ্গি বিমান ব্যবহার করেছে।

হানিয়ার বাড়িটি ‘সন্ত্রাসী অবকাঠামো হিসেবে ব্যবহৃত হতো’ বলে অভিযোগ করেছে আইডিএফ।

তারা বলেছে, “হানিয়ার বাড়ি সন্ত্রাসী অবকাঠামো হিসেবে ব্যবহার করা হতো আর প্রায়ই সেটি ইসরায়েলের বেসামরিক ও আইডিএফ সেনাদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা পরিচালনার জন্য জ্যেষ্ঠ হামাস নেতাদের বৈঠক স্থলের কাজ করতো।”

বিবিসি জানিয়েছে, তারা ইসরায়েলের এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করতে সক্ষম হয়নি।

হানিয়াকে ব্যাপকভাবে হামাসের সামগ্রিক নেতা বলে বিবেচনা করা হয়। ২০১৭ সালে তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। তবে কয়েক বছর ধরে তিনি কাতারে বসবাস করছেন।

২০০৬ সালে হানিয়াকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু ২০০৭ সালে হামাস প্রাণঘাতী এক সংঘর্ষের মধ্য দিয়ে আব্বাসের ফাতাহ পার্টিকে গাজা থেকে হটিয়ে দেয়। এরপর আব্বাস হানিয়াকে বরখাস্ত করেন। আব্বাসের এই পদক্ষেপকে ‘অসাংবিধানিক’ অভিহিত করে প্রত্যাখ্যান করেছিলেন হানিয়া।

আরও পড়ুন:

Also Read: গাজার প্রধান হাসপাতালে নিবিড় তল্লাশিতে ইসরায়েলি সেনারা

Also Read: হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির চেষ্টা চালাচ্ছে কাতার

Also Read: মিশর থেকে গাজায় ঢুকেছে প্রথম জ্বালানি ট্যাংকার

Also Read: আল-শিফা হাসপাতালে ঢুকেছে ইসরায়েলি সেনারা, চলছে জেরা-তল্লাশি

Also Read: আল-শিফায় অভিযান মানবতাবিরোধী অপরাধ: ফিলিস্তিনি কর্তৃপক্ষ