হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির চেষ্টা চালাচ্ছে কাতার

হামাস চুক্তির সাধারণ রূপরেখায় রাজি হয়েছে। কিন্তু ইসরায়েল এখনও বিস্তারিত খুঁটিনাটি নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

রয়টার্স
Published : 15 Nov 2023, 04:55 PM
Updated : 15 Nov 2023, 04:55 PM

ইসরায়েল এবং ফিলিস্তিনের মুক্তকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে আলোচনার মাধ্যমে প্রায় ৫০ জন জিম্মিকে মুক্তির জন্য একটি চুক্তি করা এবং এর বিনিময়ে তিন দিনের যুদ্ধবিরতির জন্য বুধবার চেষ্টা চালাচ্ছেন কাতারের মধ্যস্থতাকারীরা।

মধ্যস্থতার আলোচনা নিয়ে রয়টার্সে এক কর্মকর্তার ব্রিফিংয়ে একথা বলা হয়েছে।

চুক্তিটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আলোচনা চলছে। এ চুক্তির আওতায় ইসরায়েলের জেল থেকেও কিছু ফিলিস্তিনি নারী ও শিশুর মুক্তি এবং গাজায় মানবিক ত্রাণের পরিমাণ বাড়ানোর চেষ্টা চলবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

তিনি জানান, হামাস চুক্তির সাধারণ রূপরেখায় রাজি হয়েছে। কিন্তু ইসরায়েল রাজি হয়নি। তারা এখনও বিস্তারিত খুঁটিনাটি নিয়ে আলোচনা করছে।

আলোচনাধীন চুক্তির অংশ হিসাবে ইসরায়েল কতজন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে তা জানা যায়নি।

সম্প্রতি কয়েক সপ্তাহে কাতার-পরিচালিত আলোচনার সুযোগ উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়েছে। তবে বাস্তবতা হচ্ছে, আলোচনা এখন চলছে তিনদিনের যুদ্ধবিরতির বিনিময়ে ৫০ জিম্মির মুক্তির ওপর ভিত্তি করে।

সম্পদশালী উপসাগরীয় দেশ কাতারের হামাস এবং ইসরায়েলের সঙ্গে সরাসরি যোগাযোগের লাইন আছে। দেশটি এর আগে দু’য়ের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতা করতে সাহায্য করেছে।