যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ইসরায়েলপন্থি মার্কো রুবিও।
Published : 21 Jan 2025, 11:31 PM
যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্কো রুবিও। এরপরই তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ‘নতুন যুগের’ দিকে যাচ্ছে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিষেকের দিন সেনেট পররাষ্ট্রমন্ত্রী পদে রুবিওর নিয়োগ নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের সেনেটে ফ্লোরিডা রাজ্যের সদস্য মার্কো রুবিও। ইসরায়েলপন্থি রুবিও রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পরিবর্তে বরং শক্তি ব্যবহারের সবচেয়ে কট্টর সমর্থক।
অতীতে তিনি চীন, ইরান ও কিউবার মতো যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষেত্রে শক্তি নির্ভর পররাষ্ট্র নীতির পক্ষে ওকালতি করেছিলেন।
তবে পরে গত কয়েক বছরে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে খাপ খাওয়াতে রুবিও নিজের অবস্থান কিছুটা নমনীয় করেন।
ট্রাম্প গতবছর ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ক্ষমতায় বসার আগেই রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী করার ঘোষণা দিয়েছিলেন।
মঙ্গলবার দায়িত্ব গ্রহণের পর রুবিও বলেছেন, নতুন প্রশাসনের সব কাজ নির্ভর করবে তিনটি প্রশ্নের উত্তরের ওপর।
সেগুলো হল: “এতে কি আমরা আরও শক্তিশালী হব?এতে কি আমরা আরও বেশি নিরাপদ হব? এতে কি আমরা আরও সমৃদ্ধ হব? উত্তর যদি না হয়, আমরা সেকাজ করব না।”
যুক্তরাষ্ট্রের বর্তমান সময়কে ‘রূপান্তরের’ মুহূর্ত উল্লেখ করে নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ব আগামীতে আরও নিরাপদ হবে।
তিনি আরও বলেন, ট্রাম্প একথা স্পষ্টভাবে বলেছেন যে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভূমিকাই হবে শান্তি প্রতিষ্ঠা করা।