হামলাকারী গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং বেশ কয়েকবার হাসপাতালের মানসিক ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।
Published : 27 May 2024, 11:57 AM
ফ্রান্সের পূর্বাঞ্চলীয় লিওঁ শহরের মেট্রোতে ২৭ বছর বয়সী এক মরক্কানের ছুরি হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন, জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটের দিকে নগরীর সপ্তম ডিস্ট্রিক্ট এলাকার জ্যঁ-জ্যঁহ্যাস প্রসাদের কাছে মেট্রো লাইন ‘বি’ তে হামলার ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
লিওঁর শীর্ষ কর্মকর্তা ফ্যাবিয়েন বুচো সাংবাদিকদের বলেছেন, হামলাকারী গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং বেশ কয়েকবার হাসপাতালের মানসিক ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। তিনি অবৈধভাবে ফ্রান্সে বসবাস করছেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, হামলার সময় সে কোনো ধর্মীয় বা রাজনৈতিক দাবি করেনি বলে জানান বুচো।
তিনি আরও জানান, আহত কারও অবস্থাই সঙ্কটজনক নয়। আহতদের মধ্যে একজনের বয়স ১৭ বছর।