নেলসন ম্যান্ডেলার ব্যবহৃত কিছু জিনিস যুক্তরাষ্ট্রে নিলামে বিক্রি করতে চান তার বড় মেয়ে মাকাজিওয়ে ম্যান্ডেলা।
Published : 21 Jan 2024, 03:01 PM
বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার ৭০টি ব্যক্তিগত জিনিসের একটি বিতর্কিত নিলাম আটকানোর চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকার সরকার।
এসব জিনিসের মধ্যে রয়েছে- শ্রবণ যন্ত্রের একটি সেট, একটি আইডি কার্ড, বিশ্ব নেতাদের উপহার এবং ‘মাদিবা শার্টের’ মত তার কিছু পোশাক।
বিবিসি জানিয়েছে, ম্যান্ডেলার বড় মেয়ে মাকাজিওয়ে ম্যান্ডেলা যুক্তরাষ্ট্রে এগুলো নিলামে তুলছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার সরকার বলছে, সেগুলো দেশের সম্পদ।
দেশটির আইন অনুযায়ী, জাতীয় ঐতিহ্য হিসেবে বিবেচিত কোনোকিছু দক্ষিণ আফ্রিকার বাইরে নিয়ে যাওয়ার নিয়ম নেই। ফলে ম্যান্ডেলার জিনিসপত্র বিক্রি বন্ধে একটি আপিল দায়ের করেছে সাউথ আফ্রিকান হেরিটেজ রিসোর্সেস এজেন্সি (সাহরা)। আপিলের সম্মতি আর সমর্থন দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়।
শিল্প ও সংস্কৃতি মন্ত্রী জিজি কোডওয়া বলেন, “দেশের সমৃদ্ধ ঐতিহ্য বজায় রাখার স্বার্থে এই আপিল করা হয়েছে। ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এজন্য তার জিনিসপত্র বিক্রি বন্ধ করা জরুরি। দেশের সাবেক প্রেসিডেন্ট ম্যান্ডেলার সম্পদ সংরক্ষণ করাটা গুরুত্বপূর্ণ। তার জীবনকর্ম দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য থাকবে।”
২০২১ সালে ম্যান্ডেলার ওই জিনিসপত্র প্রথম নিলামে তোলার ঘোষণা দেওয়া হলে তাতে সরকার আপত্তি জানায়। সরকারের তরফ থেকে বলা হয়, ম্যান্ডেলার কিছু জিনিসপত্র জাতীয় প্রত্নবস্তু। ফলে ২০২২ সালে সেগুলো নিলামে তোলার পরিকল্পনা থাকলেও সরকার তার বিরোধিতা করে বাতিল করে দেয়। এ নিয়ে দুই বছর আইনি লড়াই চলে।
অবশেষে গত ডিসেম্বরে প্রিটোরিয়ার হাই কোর্ট সরকারের দাবি উপেক্ষা করে ম্যান্ডেলার কিছু জিনিসপত্র বিক্রির অনুমতি দেয়।
শিল্প ও সংস্কৃতি মন্ত্রী কোডওয়া বলেন, ওই রায়ের বিরুদ্ধে গত মাসে সাহরা ও শিল্প মন্ত্রণালয় আপিল করায় নিলামের বিষয়টিতে এগোনো উচিত নয়।
বিবিসি জানিয়েছে, ২২ জানুয়ারি জিনিসপত্রগুলো নিলামে উঠতে যাচ্ছে। কিন্তু সরকারের চেষ্টায় সেটি থেমে যাবে কিনা, তা স্পষ্ট নয়। নিউইয়র্ক ভিত্তিক ‘গার্নসি’ নিলাম হাউসের মাধ্যমে সেগুলো বিক্রির চেষ্টা চলছে।
নিলামে তুললে দাম কেমন হতে পারে- সেই ধারণা দিয়ে গার্নসি বলছে, শ্রবণযন্ত্রগুলো ২০ হাজার ডলার এবং একটি শার্ট ৭০ হাজার ডলার পর্যন্ত হতে পারে।
বিষয়টি নিয়ে ম্যান্ডেলার মেয়ে বা তার পরিবার ও ম্যান্ডেলা ফাউন্ডেশনের কারও বক্তব্য জানতে পারেনি বিবিসি।
২০১৩ সালে ৯৫ বছর বয়সে মারা যান নেলসন ম্যান্ডেলা। ২৭ বছরের কারাজীবনের পর ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট হন তিনি। শান্তি প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য ১৯৯৩ সালে পান নোবেল শান্তি পুরস্কার।