টাইফুন ইয়াগি পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার পথে রাজধানী হ্যানয়ে প্রবল ঝড় বইয়ে দেয় ও ভারি বৃষ্টি ঝড়ায়।টাইফুন ইয়াগি: ভিয়েতনামে মৃত্যু বেড়ে ১৭৯, হ্যানয়ে বন্যা
Published : 12 Sep 2024, 12:07 AM
চলতি বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগির প্রভাবে ভিয়েতনামের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টির মধ্যে ঝড়, বন্যা ও ভূমিধসে অন্তত ১৭৯ জনের মৃত্যু হয়েছে এবং ১৪৫ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে।
পাশ দিয়ে বয়ে যাওয়া লোহিত নদীর পানি বেড়ে ২০ বছরের রেকর্ড ভাঙার পর রাজধানী হ্যানয়ের রাস্তাগুলো ডুবে গেছে। বুধবার হ্যানয়ের নদী তীরবর্তী এলাকাগুলোর কয়েক হাজার বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
ফিলিপিন্স ও চীনের হাইনান দ্বীপে তাণ্ডব চালানোর পর শনিবার ভিয়েতনামের উত্তর উপকূল দিয়ে স্থলে উঠে আসে টাইফুন ইয়াগি। এরপর থেকে পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার পথে হ্যানয়ের উপর প্রবল ঝড় বইয়ে দেয় ও ভারি বৃষ্টি ঝড়ায়। ঝড়টি লোহিত নদীর উজানের দিকের প্রদেশগুলোতে হাজির হয় আর এর প্রভাবে সোমবার ফু থো প্রদেশে নদীটির ওপর দিয়ে যাওয়া ফং চাউ সেতু ধসে পড়ে।
রাজধানীর উত্তরের প্রদেশগুলোতে ব্যাপক বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে বহু মানুষের মৃত্যু হয়েছে।
হ্যানয়ের বাসিন্দা চান লে কুইন (৪২) রয়টার্সকে বলেন, “৩০ বছরের মধ্যে আমার দেখা সবচেয়ে মারাত্মক বন্যা এটি। গতকাল সকালেও শুকনা ছিল আর এখন পুরো রাস্তা ডুবে গেছে। কালকে রাতে আমরা ঘুমাতে পারিনি।”
দেশটির সরকার ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, নিচু এলাকার বসবাসরত কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার কারণে হ্যানয়ের কিছু স্কুলের শিক্ষার্থীদের সপ্তাহের বাকি দিনগুলোও বাসায় থাকতে বলা হয়েছে।
লোহিত নদী পাড়ের এক এলাকার বাসিন্দা নুয়েন ভান হুং (৫৬) বলেন, “আমরা বাড়ি এখন নদীর অংশ হয়ে গেছে।”
হ্যানয়ের আরও ভেতরে সিটি সেন্টারের দিকে দাতব্য সংস্থা ব্লু ড্রাগন চিলড্রেনস ফাউন্ডেশন বন্যার ঝুঁকির বিষয়ে কর্তৃপক্ষের সতর্কতা পাওয়ার পর তাদের দপ্তর সরিয়ে নেওয়া শুরু করেছে।
সংস্থাটির গণমাধ্যমে বিষয়ক কর্মকর্তা কার্লোটা টরেস লিরো বলেন, “লোকজন উন্মত্তের মতো সরে যাওয়া শুরু করেছে। মোটরবাইকে করে সরে যাচ্ছে, জিনিসপত্রও নিয়ে যাচ্ছে।”
ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি ইভিএন বুধবার জানায়, নিরাপত্তাজনিত কারণে হ্যানয়ের বন্যাকবলিত কিছু অংশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে তারা।
কোম্পানিটি আরও জানায়, পানির প্রবাহ কমাতে উত্তর ভিয়েতনামের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প হোয়া বিং বাঁধ থেকে লোহিত নদীর উপনদী জা-তে পানি ছাড়া বন্ধ করেছে তারা।
দেশটির আবহাওয়া দপ্তরের পরিচালক মাই ভান খিয়েম এক বিবৃতিতে জানিয়েছেন, লোহিত নদীর পানি ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে আর আগামী দুই দিন আরও বৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।
চীনের জলবিদ্যুৎ প্রকল্প থেকে লোহিত নদীর আরে উপনদী লো-তে পানি ছেড়ে দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভিয়েতনামের কর্তৃপক্ষগুলো। চীনে নদীটি পেলংজং নামে পরিচিত। বন্যা প্রতিরোধের জন্য দুই দেশ সহযোগিতা করছে বলে বেইজিং জানিয়েছে।
টাইফুন ইয়াগির কারণে ভিয়েতনামের উত্তরাঞ্চলের রপ্তানিমুখি শিল্পাঞ্চলগেুলোর বহু কারখানা ও গুদাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাহীরা জানিয়েছেন, কিছু কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে, এগুলো চালু হতে কয়েক সপ্তাহ লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে।