সিরিয়ার গণমাধ্যম জানায়, দেশটির হোমস শহরের শিল্প এলাকায় ও হামা শহরের নিকটবর্তী সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।
Published : 10 Oct 2024, 01:13 PM
সিরিয়ায় বিমান হামলা চালিয়ে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের বিরুদ্ধে গোয়েন্দগিরিতে রত হিজবুল্লাহর এক গুরুত্বপূর্ণ সদস্যকে নির্মূল করার দাবি জানিয়েছে ইসরায়েল।
অপরদিকে সিরিয়ার গণমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছে, দেশটির বিভিন্ন লক্ষ্যস্থলে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।
বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা সিরিয়ার কুনেইত্রা এলাকায় বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর ‘গোলান সন্ত্রাসী নেটওয়ার্ক’ এর সদস্য আদম জাহৌতকে নির্মূল করেছে।
আইডিএফ জানিয়েছে, জাহৌত সিরিয়ার সরকারি উৎসগুলো থেকে তথ্য নিয়ে সেগুলো লেবাননে হিজবুল্লাহর কাছে পাঠাতো আর গোলান মালভূমিতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য সংগ্রহ করা তথ্য সিরিয়ার সীমান্ত এলাকায় পাঠাতো।
রয়টার্স জানায়, ইসরায়েল ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে তার নিজেদের ভূখণ্ডের অন্তর্ভূক্ত করে নেয়। কিন্তু বিশ্বের অধিকাংশ দেশ গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি।
বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানায়, ইসরায়েল সিরিয়ার হোমস শহরের একটি শিল্প এলাকায় ও হামা শহরের নিকটবর্তী গ্রামীণ এলাকার একটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে, এতে ‘কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি’ হয়েছে।
টেলিভিশনটির খবরে বলা হয়, হোমসে একটি গাড়ি তৈরির কারখানায় আঘাত হানা হলে সেটিতে আগুন ধরে যায়। আরেক শহর দাররায়ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে আর সেখানে কী ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
ইসরায়েলের সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, তারা লোহিত সাগরের উপর দিয়ে ইসরায়েলের দিকে আসতে থাকা ড্রোনকে ইসরায়েলের সীমান্তে প্রবেশের আগেই বাধা দিয়েছে ধ্বংস করেছে।
এর কয়েক মিনিট পর ইরাকের ইসলামিক রেজিট্যান্স ফোর্স জানায়, তারা ইসরায়েলের লোহিত সাগর তীরববর্তী বন্দরশহর ইলাতকে লক্ষ্যস্থল করে একটি ড্রোন ছুড়েছে।
এদিকে আইডিএফ জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে তাদের আরেক সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় আরেক সেনা গুরুতর আহত হয়েছেন।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা প্রাণঘাতী হামলা চালানো পর গাজা ভূখণ্ডে ভয়াবহ হামলার মধ্য গাজা যুদ্ধের সূচনা করে ইসরায়েল। এক বছর পর ওই যুদ্ধের প্রভাব পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে।
গাজার পর ইসরায়েল তাদের উত্তরের প্রতিবেশী লেবাননেও তীব্র হামলা শুরু করেছে। সেখানে হামাসের মিত্র ও ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহ গেরিলাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে তারা। পাশাপাশি ইরানের আরেক মিত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনেও বিমান হামলা চালিয়েছে।
মধ্যপ্রাচ্যে প্রধান আঞ্চলিক শত্রু ইরানের সঙ্গেও যুদ্ধে জড়িয়ে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল। সম্প্রতি প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে এই জবাব দেওয়ার প্রত্যয় জানিয়েছে।
বুধবার ইসরায়েলের গণমাধ্যমে সম্প্রচারিত এক ভিডিওতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, “আমাদের আক্রমণ হবে প্রাণঘাতী, সুনির্দিষ্ট আর সর্বোপরি আশ্চর্যজনক।”
কিছু বিশ্লেষক জানিয়েছেন, ইসরায়েল সম্ভবত ইরানের সামরিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনাগুলোর ওপর হামলা চালাবে।