Published : 04 May 2024, 10:33 PM
অধিকৃত পশ্চিম তীরের তুলকারম নগরীর কাছের একটি গ্রামে শুক্রবার মধ্যরাতের পর অভিযানে অন্তত তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি কর্মকর্তাদের এবং ঘটনাস্থলে থাকা নিজস্ব একজন প্রতিনিধির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে বলা হয়, দেরই আল-গুসানে রাতভর অভিযানের পর শনিবার হাসপাতালে নেওয়ার পথে এক ফিলিস্তিনির মৃত্যু হয়। ঘটনাস্থলে থাকা রয়টার্সের একজন প্রতিবেদক ইসরায়েলি বাহিনীকে আরও দুইটি মৃতদেহ নিয়ে ওই গ্রাম ত্যাগ করতে দেখেছেন।
ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা ওই এলাকায় ‘সন্ত্রাসদমন অভিযান চালিয়েছে’।
গত বছর ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী অথবা ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৪৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই সশস্ত্র ফিলিস্তিনি যোদ্ধা হলেও কেউ কেউ পাথর ছোঁড়া তরুণ অথবা একেবারেই কোনো ধরণের বিবাদে জড়িত না হওয়া সাধারণ ফিলিস্তিনিরাও রয়েছে।
১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। ফিলিস্তিনিরা পশ্চিম তীর ও গাজা মিলে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন দেখে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।