৩৩টি মার্কিন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা মামলা করেছেন মেটার বিরুদ্ধে। তাদের অভিযোগ, কোম্পানিটি বারবার এর প্ল্যাটফর্মের ঝুঁকি সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করেছে।
Published : 10 Jan 2024, 03:13 PM
ফেইসবুক ও ইনস্টাগ্রামে আরও বেশি কনটেন্ট কিশোরদের নাগালের বাইরে রাখবে মেটা।
বিশ্বজুড়ে নিয়ন্ত্রক সংস্থাগুলো ক্রমাগত চাপ বাড়াচ্ছে মেটা মালিকানাধীন এই অ্যাপের ওপর। এরইমধ্যে মঙ্গলবার এ সংক্রান্ত ঘোষণা দিল কোম্পানিটি।
কিশোর-কিশোরীদের এখন অ্যাপের সবচেয়ে সীমাবদ্ধ কনটেন্ট নিয়ন্ত্রণ সেটিংসে রাখার কথা একটি ব্লগপোস্টে বলেছে মেটা। পাশাপাশি, অতিরিক্ত ‘সার্চ টার্ম’ ইনস্টাগ্রামে সীমাবদ্ধ থাকবে বলে লিখেছে কোম্পানিটি।
মেটার পোস্ট অনুসারে, যখন অল্প বয়সীরা ইনস্টাগ্রামে ‘সার্চ বা ‘এক্সপ্লোর’-এর মতো ফিচার ব্যবহার করবে তখন নতুন সোটিং তাদের আত্মহত্যা, নিজের ক্ষতি করা বা খাওয়ার ব্যাধির মতো সংবেদনশীল কনটেন্টের নাগাল পাওয়া আরও কঠিন করে তুলবে।
ফিচারটি চালু হবে আসছে সপ্তাহগুলোয় এবং এ পদক্ষেপ আরও ‘বয়স-উপযুক্ত’ অভিজ্ঞতা দেবে বলে দাবি কোম্পানির।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ, উভয় জায়গাতেই চাপের মধ্যে রয়েছে মেটা। কোম্পানির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, এর অ্যাপগুলো আসক্তিমূলক ও তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট তৈরি করছে।
ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্কসহ ৩৩ মার্কিন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা গেল অক্টোবরে মামলা করেছেন মেটার বিরুদ্ধে। তারা অভিযোগ তুলেছেন, কোম্পানিটি বারবার এর প্ল্যাটফর্মের ঝুঁকি সম্পর্কে জনসাধারণকে বিভ্রান্ত করেছে।
ইউরোপে মেটা কীভাবে শিশুদের অবৈধ এবং ক্ষতিকারক কনটেন্ট থেকে রক্ষা করে সে সম্পর্কে তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন।
মার্কিন সিনেটে মেটার একজন সাবেক কর্মী সাক্ষ্য দেওয়ার পর নিয়ন্ত্রকদের যাচাই-বাছাই আরও বেড়েছে। ওই কর্মী অভিযোগ করেছিলেন, যে কোম্পানিটি এর প্ল্যাটফর্মে টিনএজারদের হয়রানি এবং অন্যান্য ক্ষতির বিষয়ে সচেতন থাকার পরও এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
ব্যবহারকারীদের আরও ইতিবাচক আচরণ করতে, এবং অপ্রীতিকর অভিজ্ঞতা সামলাতে শিশুদের আরও ভাল টুল সরবারহে ফেইসবুক ও ইনস্টাগ্রামের নকশা পরিবর্তন করার জন্য কোম্পানিকে আহ্বান জানিয়েছেন আর্তুরো বেজার নামের ওই কর্মী।
তবে, বেজার মঙ্গলবার বলেছেন, মেটার এ পরিবর্তন তার উদ্বেগ কমাতে পারেনি।
তিনি আরও দাবি করেছেন, কোম্পানিটি ‘নিজের হোমওয়ার্কে নিজেই নম্বর দেওয়া’র মতো ক্ষতিকর সংজ্ঞা’র ওপর নির্ভর করছে এবং একজন টিনএজারের সঙ্গে কারো অনাকঙ্ক্ষিত যোগাযোগ নিয়ে অভিযোগ করার কোন উপায় রাখেনি মেটা।
“টিনএজারদের ক্ষতির অভিজ্ঞতা নিয়ে কোম্পানির লক্ষ্য ও সংখ্যার ভিত্তিতে আলাপটি হওয়া উচিত।” – রয়টার্সকে বলেন তিনি।
দীর্ঘদিন ধরে ফেইসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেয় এমন ব্র্যান্ডগুলোর জন্য শিশুরা একটি আকর্ষণীয় বাজার। ব্র্যান্ডগুলো এমন বয়সে তাদের ভোক্তা হিসেবে আকৃষ্ট অরতে চায় যখন তারা আরও মুগ্ধ হয় ও ব্র্যান্ডের বাঁধা ক্রেতা হয়ে ওঠে।
গত কয়েক বছর ধরেই কিশোর ব্যবহারকারীদের জন্য শর্ট ভিডিও স্ট্রিমিং সাইট টিকটকের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় রয়েছে মেটা, কারণ একসময়ে কিশোরদের মধ্যে জনপ্রিয় অ্যাপ ফেইসবুকের ব্যবহার ক্রমাগত হারে কমিয়ে দিচ্ছেন তারা।
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের ২০২৩ সালের সমীক্ষায় উঠে এসেছে, ৬৩ শতাংশ ও ৫৯ শতাংশ মার্কিন কিশোর কিশোরী যথাক্রমে টিকটক ও ইন্সটাগ্রাম ব্যবহার করার কথা বলেছেন। যেখানে মাত্র ৩৩ শতাংশ বলেছেন তারা ফেইসবুক ব্যবহার করেন।