টিকটকের মাধ্যমে চীনা কমিউনিস্ট পার্টি মার্কিন নাগরিকদের ডেটায় প্রবেশের সুযোগ পাচ্ছে, এমন ঝুঁকির কথা উল্লেখ করে দীর্ঘদিন ধরেই শঙ্কা প্রকাশ করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা।
মেটা তরুণদের লক্ষ করে এমনসব ফিচার তৈরি করেছে যা আসক্তিমূলক ও ‘সাইকোলজিকাল ম্যানিপুলেশনে’র জন্য দায়ী। অথচ, কোম্পানিটি তাদের প্ল্যাটফর্ম নিরাপদ বলে প্রচার করছে।
“প্রত্যেক মা-বাবার প্রধান ভাবনা সন্তানদের নিরাপত্তা। সে নিরাপত্তায় ব্যর্থতার বলি হবে আমাদের শিশুরা, আর বিগটেকগুলো থাকবে ধরাছোঁয়ার বাইরে, তা হতে পারে না।”