কিছু স্মার্টফোন স্বাভাবিকভাবেই বেশি গরম হওয়ার সম্ভাবনা থাকে। এটি হয় নির্মাতা কোম্পানির দোষ অথবা ব্যবহার করা প্রসেসরের কারণে হতে পারে।
Published : 05 May 2024, 02:33 PM
বার বার ফোন পকেটে গরম হয়ে ওঠে? গরমে ফোন হাতে নেওয়াই দুষ্কর হয়ে পড়ছে? অনেকগুলো কারণেই ঘটতে পারে এমন ঘটনা।
তবে, আশার কথা হল, এমন কিছু পদ্ধতিও রয়েছে যা ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষায় ব্যবহার করা যায়। সে সব পদ্ধতি জানার আগে জেনে নেওয়া দরকার ফোন ঠিক কী কী কারণে অতিরিক্ত গরম হতে পারে।
ফোন অতিরিক্ত গরম হয় কেন?
১. ফোনটি গরম পরিবেশে দীর্ঘ সময়ের জন্য রেখে দেওয়া একটি অন্যতম কারণ। ফোন অতিরিক্ত গরম হওয়ার সবচেয়ে উপেক্ষিত কারণও এটি হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাওটু গিক।
২. ফোনটি চার্জ হওয়া অবস্থায় ব্যবহার করা। যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মতই, ফোন ব্যবহার করার সময় তাপ উৎপন্ন হয়। এটি ব্যাটারি চার্জ করার সময়েও হয় ,বিশেষ করে যদি ‘ফাস্ট চার্জার’ ব্যবহার করেন। সুতরাং, ফোনটি চার্জ হতে হতে ব্যবহার করলে দ্বিগুণ তাপ উৎপন্ন হয়।
৩. প্রসেসরের অতিরিক্ত কাজ করলে বা কাজের চাপ দিলে ফোন গরম হতে পারে। কেউ যদি নির্দিষ্ট কিছু গেইম বা অ্যাপ চালান যা প্রসেসরের ওপরে চাপ ফেলে, তখন প্রয়োজনীয় বা কাঙ্খিত পারফরম্যান্স দেওয়ার জন্য ফোনটি আরও শক্তি ব্যবহার করে। এ বাড়তি শক্তির খরচ আরও তাপ উৎপন্ন করে।
৪. দুর্বল নেটওয়ার্ক কভারেজ থাকাও একটি কারণ। দুর্বল নেটওয়ার্ক থাকা এলাকায় নেটওয়ার্ক কানেকশন বা সংযোগ বজায় রাখার জন্য ফোনটি কঠোর প্ররিশ্রম করবে। এই বাড়তি পরিশ্রমের ফলে ব্যাটারি দ্রুত শেষ হবে ও ফোন গরম হবে।
৫. স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা সর্বোচ্চে সেট করা একটি কারণ। ফোনকে সর্বোচ্চ উজ্জ্বলতায় রেখে দীর্ঘ সময়ের জন্য স্ক্রিন চালু রাখলে তা উল্লেখযোগ্যভাবে ব্যাটারি কমাবে ও এর ফলে ফোনের তাপমাত্রা বেড়ে যাবে।
৬. ফোনের ব্যাকগ্রাউন্ডে যদি অনেক অ্যাপ চালু থাকে বা এমন সেটিং চালু করা থাকে যেটি অ্যাপের কিছু ফিচার সারাক্ষণ চলতে দেয়, সেক্ষেত্রে দ্রুত ব্যাটারি ক্ষয় হবে ও ফোন অতিরিক্ত গরম হতে পারে।
৭. উৎপাদন বা নকশার ত্রুটির কারণে গরম হতে পারে ফোন। বেশি গরম হয় এমন প্রসেসর ব্যবহার করে তৈরি ফোনগুলো স্বাভাবিকভাবেই অতিরিক্ত গরম হয়। এ ছাড়া, পাতলা ফোনের ভেতরের যন্ত্রাংশ আঁটসাঁট ভাবে প্যাক করার ফলে এগুলো বেশি গরম হতে পারে উল্লখ রয়েছে প্রতিবেদনে।
অতিরিক্ত গরম হওয়ার সমাধান কী
যেহেতু অ্যান্ড্রয়েড ফোন গরম হওয়ার কারণগুলো জানা শেষ, চলুন জেনে নেওয়া যাক কীভাবে সেটি প্রতিরোধ করবেন।
১. অতিরিক্ত গরম হওয়া থামানোর সহজ উপায় হল, ফোন কোথায় রাখছেন সে সম্পর্কে আরও সচেতন হওয়া। রৌদ্রোজ্জ্বল দিনে ফোনটিকে গাড়ির সামনে বা উইন্ডশিল্ডে, অথবা সরাসরি রোদ আসছে এমন জানালার পাশে রাখা ঠিক নয়। এ ছাড়া, গ্রীষ্মের প্রখর রোদে জিন্সের পকেটে রাখলেও ফোনটি গরম হতে পারে। তাই আশপাশের পরিবেশ সম্পর্কে আরও সচেতন হতে হবে ও সক্রিয়ভাবে ফোনটিকে উষ্ণ বা রোদ পড়ছে এমন জায়গা থেকে দূরে রাখতে হবে।
২. কোনো নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করার সময় যদি ফোন অতিরিক্ত গরম হয়ে যায়, সেক্ষেত্রে সহজ উপায় হল অ্যাপটি আনইনস্টল করা ও ব্যবহার না করা। এটি ঘটতে পারে দুটি কারণে, হয় অ্যাপটি খারাপভাবে অপ্টিমাইজ করা হয়েছে ও প্রসেসরকে অতিরিক্ত চাপ দিচ্ছে, অথবা এতে খুব বেশি চাহিদা রয়েছে যা, প্রসেসরকে অতিরিক্ত সময় কাজ করতে বাধ্য করছে।
কারণ যাই হোক না কেন, অ্যাপটি এড়িয়ে যাওয়া বা কেবল কয়েক মিনিটের জন্য সীমিত আকারে ব্যবহার গরম হওয়া কমাতে পারে। এ ছাড়া, ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ চালু রাখা এড়িয়ে চলুন, কারণ এটিও প্রসেসরকে অতিরিক্ত চাপ দিতে পারে।
৩. নতুন সফটও্যয়ার আপডেটের বিষয়ে সতর্ক থাকুন। স্মার্টফোন কোম্পানিগুলো সাধারণত নতুন ফিচার চালু করতে বা কোনো ত্রুটি মুছে ফেলতেই সফটওয়্যার আপডেট নিয়ে আসে। তবে, অনেক সময়েই নতুন আপডেট নতুন বাগ বা ত্রুটি নিয়ে আসতে পারে, যার একটি অতিরিক্ত গরম হওয়াও হতে পারে। এ কারণেই, ফোনে নতুন আপডেট দেওয়ার ক্ষেত্রে কিছুটা অপেক্ষা করে ও নিশ্চিত হওয়ার উপদেশ দিয়েছে অ্যান্ড্রয়েড পুলিশ।
৪. স্ক্রিনের উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করুন। অনেকেই ফোনের ‘অ্যাডাপটিভ ব্রাইটনেস’ ফিচার চালু করে রাখেন, তবে কিছু ফনে এ ফিচারটি অত ভালো না। বিশেষ করে, বাজেট অ্যান্ড্রয়েড ফোনে। ফলে, এ ফিচার বন্ধ করে ফোনের স্ক্রিনের উজ্জ্বলতা মাঝারি মাত্রায় সেট করে রাখতে পারেন, এতে ব্যাটারি কম খরচ হবে এবং ফোনও কম গরম হবে।
এ ছাড়া, ‘অলওয়েজ অন ডিসপ্লে’ ফিচার চালু করা থাকলেও সেটি বন্ধ করে নিন।
৫. চার্জ দেওয়া অবস্থায় ফোন ব্যবহার করা বন্ধ করুন। অনেক সময়ই গুরুত্বপূর্ণ কাজে হোক বা স্বেচ্ছায়, মোবাইল ফোন চার্জে দেওয়া অবস্থায় ব্যবহার করা হয়। এতে ফোন গরম হবে। এ থেকে মুক্তি পেতে চার্জ দেওয়ার অভ্যাস গড়ে তুলুন। চার্জ দেওয়ার এমন সময় বেছে নিন যখন ফোন ব্যবহারের সম্ভাবনা কম।
৬. অতিরিক্ত গরম হওয়ার বিষয়ে পরিচিতি রয়েছে এমন স্মার্টফোন কেনা উচিত না। কিছু স্মার্টফোন স্বাভাবিকভাবেই বেশি গরম হওয়ার সম্ভাবনা থাকে। এটি হয় নির্মাতা কোম্পানির সীমাবদ্ধতা অথবা ব্যবহার করা প্রসেসরের কারণে হতে পারে। উদাহরণ হিসেবে, ‘স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১’ অতিরিক্ত গরম হওয়ার জন্য কুখ্যাত ছিল ও এই প্রসেসর থাকা বেশিরভাগ ফোনেই গরম হওয়ার সমস্যা ছিল বলে লিখেছে অ্যান্ড্রয়েড পুলিশ।
এমনকি একটি ভাল প্রসেসরের ক্ষেত্রেও নির্মাতা কোম্পানি যদি বাকি হার্ডওয়্যার এবং সফটওয়্যার এক সঙ্গে সমন্বয় করতে ব্যর্থ হয় তবে এটি গরম হওয়ার কারণ হতে পারে।
এ কারণে, নতুন স্মার্টফোন কেনার আগে সে বিষয়ে খোঁজখবর নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল স্পেসিফিকেশন পড়েই ফোন কিনবেন না। রিভিউ দেখুন ও কেনার আগে স্মার্টফোন সম্পর্কে অন্য ব্যবহারকারীরা কী বলছেন তা শুনুন।