Published : 27 Aug 2023, 03:33 PM
সিনেমায় সাধারণত দেখা যায়, হ্যাকাররা বড় ডেস্কে বসে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সাইবার আক্রমণ চালিয়ে থাকে। তবে, সম্প্রতি দেখা গেল হ্যাকিং ঘটানোর বেলায় কেবল একটি টেলিভিশনের রিমোটই যথেষ্ট।
এমনই এক চমকপ্রদ হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। দেশটির এক হোটেল থেকে ফাঁস হয়েছে বহুল প্রতীক্ষিত আরপিজি ঘরানার ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ গেইমের ভিডিও। আর এইসব ভিডিও চুরির জন্য হ্যাকারের দরকার ছিল কেবল অ্যামাজনের ‘ফায়ার টিভি’র রিমোট, স্মার্টফোন, কিবোর্ড ও একটি মাউস।
বিবিসির প্রতিবেদন অনুসারে, আরিওন কুরতাজ নামের ওই হ্যাকার কুখ্যাত সাইবার অপরাধী দল ‘ল্যাপসাস’-এর সদস্য ছিলেন। এর আগে চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়ার সিস্টেম হ্যাকিংয়ের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। আর ওই মামলায় এখন জামিনে আছেন তিনি।
‘জিটিএ ৬’ গেইমের নির্মাতা ‘রকস্টার গেইমস’-এর সিস্টেমে ঢুকে কোম্পানির ‘স্ল্যাক’ নামের চ্যানেলে নিজেকে ‘আক্রমণকারী’ হিসেবে ঘোষণা দেন ১৮ বছর বয়সী ওই হ্যাকার।
আর অপরাধের জায়গা? সেটা ছিল যুক্তরাজ্যের ‘ট্রাভেলজ’ চেইনের একটি হোটেল।
কুরতাজ ধরা পড়েন দলের অন্য হ্যাকাররা তাকে দল থেকে বের করে দেওয়ার পর। হ্যাকাররা, তার ও তার পুরো পরিবারের তথ্য অনলাইনে ছড়িয়ে দেয়। ফলে নিরাপত্তায় হুমকি দেখা দিলে ট্রাভেলজ হোটেলে তাকে রেখেছিলেন দেশটির সরকারি কর্মকর্তারা। হোটেলে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেওয়া হয়নি তাকে ‘সুপথে রাখার’ চেষ্টায়। তবে, সে চেষ্টা যে সফল হয়নি তার প্রমাণ মিলল। ফায়ার টিভি’র রিমোট ব্যবহার করে ইন্টারনেটের নাগাল পেয়ে যান তিনি।
আরও পড়ুন
উবার, জিটিএ হ্যাকার কিশোরের লন্ডনে বিচার শুরু
যুক্তরাজ্যের আদালতে সাত সপ্তাহ দীর্ঘ মামলার শুনানির পর কুরতাজের এই সাইবার অপকর্মের বিস্তারিত তথ্য প্রকাশ্যে এলো, যেখানে গেইম নির্মাতা রকস্টার, আর্থিক সেবাদাতা ‘রিভলুট’ ও রাইড শেয়ারিং কোম্পানি উবারের সিস্টেম হ্যাকিংয়ের দায়ে দোষী সাব্যস্ত হন কুরতাজ। তবে, তার সঙ্গে দোষী সাব্যস্ত হওয়া আরেক ১৭ বছর বয়সী কিশোর এখনও জামিনে মুক্ত রয়েছেন।
মামলায় দুই কিশোরকে প্রতিবন্ধী হিসেবে দাবি করা হয়। পাশাপাশি, মনরোগ বিশেষজ্ঞরা বলেন যে এরা ‘বিচারের জন্য উপযুক্ত নয়’। ফলে, তারা ‘দোষী কি না’ এর বদলে ‘তাদের কাজটি অপরাধ কি না’ সেটি নির্ধারণ করাই বড় বিষয় হয়ে ওঠে আদালতের কাছে।
আদালতে ল্যাপসাসকে আখ্যা দেওয়া হয় ‘ডিজিটাল ডাকাতের দল’ হিসেবে। তাদের অনুমান বলছে, হ্যাকার দলটি মূলত ব্রাজিল ও যুক্তরাজ্যের কিশোরদের নিয়ে কাজ করে। এর মধ্যে ২০২১-২২ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্য থেকে গ্রেপ্তার হন কুরতাজ ও ১৭ বছর বয়সী এক কিশোর। বয়স ১৮ পোরোয়নি বলে তার নাম প্রতিবেদনে প্রকাশ করেনি সংবাদমাধ্যম।
স্যামসাং, টি-মোবাইল ও মাইক্রোসফটের সিস্টেম হ্যাকিংয়ের অভিযোগও রয়েছে ল্যাপসাসের বিরুদ্ধে। দলটি বিভিন্ন কোম্পানির কাছে মুক্তিপণ দাবি করলেও এর থেকে তারা কত অর্থ আদায় করেছে বা আদৌ করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।