Published : 12 Jul 2023, 06:09 PM
রাইড শেয়ারিং সেবা উবার ও ফিনটেক কোম্পানি রিভলুট এবং পরবর্তীতে জনপ্রিয় ভিডিও গেইম ‘গ্র্যান্ড থেফট অটো (জিটিএ)’র নির্মাতাদের হুমকি দেওয়া কুখ্যাত হ্যাকার দল ল্যাপসাসের এক কিশোর সদস্যের বিচারকাজ শুরু হয়েছে লন্ডনের আদালতে।
আদালতে অভিযোগ, আরিওন কুরতাজ নামের ১৮ বছর বয়সী এই কিশোর প্রথমে উবার ও রিভলুট এবং পরবর্তীতে জিটিএ’র নির্মাতাদের ‘ব্ল্যাকমেইল’ করেছেন।
কুরতাজের বিরুদ্ধে অভিযোগ, ২০২২ সালের সেপ্টেম্বরে রিভলুটের প্রায় পাঁচ হাজার গ্রাহকের তথ্যে প্রবেশ করার পাশাপাশি উবারের প্রায় ৩০ লাখ ডলার আর্থিক ক্ষতি করেছেন তিনি।
অভিযোগে আরও রয়েছে, ওই ঘটনার কয়েকদিন পরই তিনি ‘জিটিএ’ গেইম সিরিজের নির্মাতা কোম্পানি রকস্টার গেইমসের ওপর সাইবার হামলা চালানোর পাশাপাশি কোম্পানির সকল কর্মীর কাছে গেইমের সিক্যুয়েল সংস্করণের ‘সোর্স কোড’ ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন।
কুরতাজের সঙ্গে আরেক ১৭ বছর বয়সী কিশোরের বিরুদ্ধে ২০২১ সালের জুলাই ও নভেম্বরের মাঝামাঝি যুক্তরাজ্যের সবচেয়ে বড় ব্রডব্যান্ড সেবাদাতা ‘বিটি গ্রুপ’ ও মোবাইল অপারেটর ‘ইই’র কাছে ৪০ লাখ ডলার আর্থিক মুক্তিপণ দাবির অভিযোগ তোলা হয়। তবে, ওই কিশোরের নাম প্রকাশ করেনি রয়টার্স।
বাদী পক্ষের আইনজীবী বলছেন, এই হ্যাকারদ্বয় ল্যাপসাস দলের ‘গুরুত্বপূর্ণ সদস্য’। এর পাশাপাশি, ২০২২ সালের ফেব্রুয়ারিতে চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়ার ওপর সাইবার আক্রমণের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। আর তারা ডেটা ফাঁস করার হুমকি দিয়ে কোম্পানিটির কাছে মুক্তিপণ দাবি করেছিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
গত সপ্তাহে লন্ডনের ‘সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট’-এর বিচারকদের আইনজীবী কেভিন ব্যারি বলেন, বিটি ও ইই’র ওপর চালানো সাইবার হামলার সন্দেহভাজন হিসেবে গেপ্তারের কয়েক সপ্তাহ পর লন্ডনের আইনশৃঙ্খলা বাহিনীর ক্লাউড স্টোরেজেও সাইবার আক্রমণ চালিয়েছেন ১৭ বছর বয়সী ওই কিশোর।
ব্যারি আরও বলেন, পরবর্তীতে কুরতাজ এককভাবেই সাইবার অপরাধ সংশ্লিষ্ট কার্যক্রম শুরু করেন। এর মধ্যে প্রথমে রিভলুট ও পরবর্তীতে উবারে আক্রমণ চালিয়ে এর দুইদিন পর রকস্টার গেইমেও আক্রমণ চালান তিনি।
কুরতাজকে ‘বিচারের জন্য উপযুক্ত নয়’ বলে মূল্যায়ন করেছেন মনোরোগ বিশেষজ্ঞরা। ফলে, তিনি ‘দোষী কি না’ এর বদলে ‘তার কাজটি অপরাধ কি না’ সেটি নির্ধারণ করাই বড় বিষয় আদালতের কাছে।
কুরতাজের বিরুদ্ধে ১২টি অপরাধের অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে তিনটি ব্ল্যাকমেইল, দুটি জালিয়াতি আর ছয়টি অভিযোগ ‘কম্পিউটার মিসইউজ অ্যাক্ট’ নামের আইনের অধীনে।
আর ১৭ বছর বয়সী ওই কিশোরের বিরুদ্ধে দুটি ব্ল্যাকমেইল, দুটি জালিয়াতি ও তিনটি অভিযোগ এসেছে কম্পিউটার মিসইউজ অ্যাক্ট’-এর অধীনে। আর এগুলোর সঙ্গে বিটি ও এনভিডিয়ার ওপর চালানো সাইবার আক্রমণের সম্পৃক্ততা থাকলেও এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
এর আগেও তিনি কম্পিউটার মিসইউজ অ্যাক্টের অধীনে দুটি ও একটি জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।