“এর মধ্যে ভিত্তিও রয়েছে। আর এটি বিদ্রুপও পছন্দ করে। এটা কীভাবে সম্ভব হল, সে সম্পর্কে আমার ধারণা নেই।” – ইমোজি দিয়ে পোস্টে উল্লেখ করেন মাস্ক।
Published : 08 Nov 2023, 08:18 PM
ইলন মাস্কের নতুন এআই চ্যাটবট গ্রক যে ‘বিদ্রোহী’, তার প্রমাণ দিতে কোকো পাতা থেকে কোকেন তৈরির রেসিপি শেয়ার করেছেন মার্কিন এই ধনকুবের।
এ সপ্তাহান্তে নিজের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা উন্মোচন করেছেন এক্স ও টেসলার মালিক মাস্ক। তার দাবি, এ চ্যাটবটের সহায়তায় সামাজিক মাধ্যম এক্স-এ রিয়েলটাইম ডেটায় প্রবেশের সুযোগ মেলে। আর এটি ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও গুগলের বার্ড থেকেও উন্নত।
“এক্স-এর মাধ্যমে রিয়েলটাইমেই বিভিন্ন তথ্যে প্রবেশের সুবিধা দেয় গ্রক। আর এটা অন্যান্য এআই মডেলের তুলনায় বড় অগ্রগতি।” --বলেন মাস্ক।
“এর মধ্যে ভিত্তিও রয়েছে। আর এটি বিদ্রুপও পছন্দ করে। এটা কীভাবে সম্ভব হল, সে সম্পর্কে আমার ধারণা নেই।” --একটি ‘শ্রাগ’ ইমোজি ও ‘হাসতে হাসতে চোখে পানি’র ইমোজি দিয়ে পোস্টে উল্লেখ করেন মাস্ক।
এ ছাড়া, গ্রকের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন মাস্ক, যেখানে কোকেন তৈরির বিভিন্ন পদক্ষেপ ‘রসাত্মক’ উপায়ে দেখানো হয়েছে। এর নির্দেশিকায় এমনও উল্লেখ আছে যে, ‘কুকিং শুরু করুন। আশা করি আপনি বিস্ফোরণ বা গ্রেপ্তারের শিকার হবেন না’।
পরবর্তীতে মাস্ক আরেকটি স্ক্রিনশট পোস্ট করেন, যেখানে কীভাবে কাঁচামাল থেকে এই ‘ক্লাস এ’ মাদক উৎপাদন করা যাবে, তার নির্দেশনা দেওয়া হয়েছে।
মাস্কের উন্মোচিত চ্যাটবটের নির্মাতা তার নতুন এআই কোম্পানি ‘এক্সএআই’। এর ছয় মাস আগে বিভিন্ন কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিকাশ ছয় মাসের জন্য আটকে দেওয়ার লক্ষ্যে এক খোলা চিঠিতে স্বাক্ষর করেছিলেন তিনি।
“আমি ওই চিঠিতে স্বাক্ষর করেছি, এটা নিরর্থক, তা জানার পরও।” --রোববার এক্স-এ লেখেন মাস্ক।
“এই থামানোর প্রচেষ্টায় কেবল নিজের সমর্থন দেখাতে স্বাক্ষর করেছি আমি।”
চ্যাটবটটি উন্মোচনের আগে যুক্তরাজ্যের ব্লেচলি পার্কে আয়োজিত এআই সম্মেলনে মাস্ক সতর্কবার্তা দিয়েছিলেন, এআই ‘মানবতার জন্য অন্যতম হুমকি’। আয়োজনটির উপস্থাপক ছিলেন দেশটির প্রধান মন্ত্রী ঋষি সুনাক।
গ্রক চ্যাটবটটি এখন শুধু এক্স-এর প্রিমিয়াম সেবার গ্রাহকরা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। তবে মাস্ক বলেছেন, ভবিষ্যতে এক্সএআই’র ‘স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ’ও আসবে।
এক ব্লগ পোস্টে এক্সএআই দাবি করেছে, কোম্পানির চ্যাটবট চ্যাটজিপিটি ও বার্ডের মতো প্রতিদ্বন্দ্বীর চেয়ে ক্ষমতাশালী। তবে কোম্পানি স্বীকার করেছে, এটি এখনও ওপেনএআইয়ের জিপিটি ৪ সংস্করণের চেয়ে পিছিয়ে আছে।
“২০২৩ সালে হাঙ্গেরির জাতীয় উচ্চ মাধ্যমিক গণিত পরীক্ষার ফাইনালে আমরা এ মডেল যাচাই করেছি।” --উল্লেখ রয়েছে ব্লগ পোস্টে।
“পরীক্ষায় গ্রক পাশ করেছে সি গ্রেড (৫৯ শতাংশ) নিয়ে। আর ৬৮ শতাংশ নিয়ে বি গ্রেড পেয়েছে জিপিটি ৪।”