Published : 17 Nov 2023, 05:06 PM
গুগল ক্লাউডের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে অডিও স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই।
গুগলের ‘লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম)’-এর মাধ্যমে ব্যবহারকারীর গান শোনার ধরন শনাক্ত করে এর ভিত্তিতে স্পটিফাইয়ের নির্দিষ্ট কয়েকটি পডকাস্ট ও অডিওবুকের পরামর্শ তালিকা তৈরির সুযোগ মিলবে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও গুগলের বার্ডের মতো বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ‘এলএলএম’-এ এমন বিশাল ডেটার প্রশিক্ষণ দেওয়া হয়, যা থেকে টেক্সট বা অন্যান্য কনটেন্টও তৈরি করা সম্ভব।
গুগল ক্লাউডেও এমন বেশ কিছু এলএলএম রয়েছে। উদাহরণ হিসেবে ধরা যায়, ‘পাএলএম২’, ‘কোডি’, ‘ইমাজেন’ ও ‘চার্প’, যেগুলো বিভিন্ন টেক্সট, কোড, ছবি, অডিও ও ভিডিও তৈরির বিষয়টি মাথায় রেখে প্রশিক্ষিত।
এক দশক আগেই নিজস্ব গানের সুপারিশ তালিকার একাধিক অ্যালগরিদমে এআই ব্যবহার শুরু করেছিল সুইডিশ এই স্ট্রিমিং জায়ান্ট। আর এখন পডকাস্ট ও অডিওবুকের মতো কনটেন্টেও কোম্পানিটি এই ধরনের এলএলএম ব্যবহারের লক্ষ্যস্থির করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পডকাস্ট ও অডিওবুকের মতো লাভজনক খাত থেকে আয় বাড়ানোর উপায় খুঁজছে কোম্পানিটি।
এর আগেও নিজেদের খরচ সাপেক্ষ পডকাস্ট ও অডিওবুক খাতের সম্প্রসারণ ঘটিয়ে বড় আর্থিক লাভের প্রতিশ্রুতি দিয়েছিল স্পটিফাই।
“আমাদের প্রযুক্তির বিবর্তন গুগল ক্লাউডের প্রতিশ্রুতির সঙ্গে মিলে যায়, যা থেকে আমরা নিজস্ব পণ্যের জন্য সম্ভাব্য সেরা প্ল্যাটফর্ম বানাতে ও উদীয়মান জেনারেটিভ এআই প্রযুক্তির সক্ষমতা ব্যবহার করে আরও বেশি উদ্ভাবনের সুযোগ পাব।” - বলেন স্পটিফাইয়ের পণ্য ও প্রযুক্তি প্রধান গুস্তাভ সোডারস্ট্রম।
রয়টার্স বলছে, গুগলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পাশাপাশি এলএলএম ব্যবহার করে আগের চেয়ে নিরাপদে সঙ্গীত উপভোগের অভিজ্ঞতা দেওয়া ও সম্ভাব্য ক্ষতিকারক কনটেন্ট শনাক্ত করার মতো বিষয়াদি নিয়েও কাজ করছে স্পটিফাই।