অস্ত্র খাতে এআই প্রযুক্তির ব্যবহার নিয়েও সতর্কবার্তা দিয়েছেন পোপ। আর এ খাত নিয়ে এর আগেও বেশ কয়েকবার সমালোচনা করতে দেখা গেছে তাকে।
Published : 15 Dec 2023, 01:10 PM
এআই প্রযুক্তি নিয়ন্ত্রণে বৈশ্বিক আইনি চুক্তি প্রণয়নের আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শীর্ষ নেতা পোপ ফ্রান্সিস।
প্রতি বছরের পয়লা জানুয়ারিকে বিশ্ব শান্তি দিবস হিসেবে পালন করে থাকে রোমান ক্যাথলিক গির্জাগুলো, যেখানে ঐতিহ্যগতভাবেই বৈশ্বিক নেতাদের কাছে বার্তা পাঠিয়ে থাকেন পোপ। তবে, এবারের পাঠানো বার্তার শিরোনাম দেওয়া হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও শান্তি’।
“কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বৈশ্বিক বিস্তার থেকে ইঙ্গিত মিলেছে, এর ব্যবহার নিয়ন্ত্রণের দায়িত্ব কেবল সার্বভৌম দেশগুলোই নয় বরং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপরও বর্তায়, যেখানে তারা বিভিন্ন বহুজাতিক চুক্তি ও এর প্রয়োগে সমন্বয় সাধনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।” --লেখেন তিনি।
“আমি বৈশ্বিক মিত্র দেশগুলোকে আহ্বান জানাচ্ছি, তারা যেন এমন আন্তর্জাতিক চুক্তির লক্ষ্যে একসঙ্গে কাজ করেন, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিকাশ ও ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে।”
অস্ত্র খাতে এআই প্রযুক্তির ব্যবহার নিয়েও সতর্কবার্তা দিয়েছেন পোপ। আর এ খাত নিয়ে এর আগেও বেশ কয়েকবার সমালোচনা করতে দেখা গেছে তাকে।
“তথাকথিত ‘লিথাল অটোনমাস ওয়েপন সিস্টেমস’ খাতে বিভিন্ন উদীয়মান প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণা, যার মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অস্ত্রায়নের বিষয়টিও, এগুলো আসলে গুরুতর নৈতিক উদ্বেগের কারণ। এ ছাড়া, স্বচালিত অস্ত্র ব্যবস্থা কখনোই নৈতিক বিষয় হতে পারে না।”