মাকড়সাভীতি থাকলেও এবার স্বস্তিতে খেলা যাবে হগওয়ার্টস লিগাসি

নির্মাতারা বলছেন, গেইমের ‘ফিল্ড গাইড’-এর থাকা মাকড়সার ছবি এখনও অপরিবর্তিত। ফলে, মাকড়সার কোনো ছবি থেকে গেইমার ভয় পেলে সেটি এড়ানোই ভালো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2023, 01:16 PM
Updated : 7 May 2023, 01:16 PM

জনপ্রিয় ‘হ্যারি পটার’ ফ্রাঞ্চাইজ গেইম সিরিজ ‘হগওয়ার্টস লিগাসি’তে ‘অ্যারাকনোফোবিয়া মোড’ নামে নতুন এক ফিচার যোগ করেছে গেইমটির নির্মাতা কোম্পানি ‘অ্যাভালাঞ্চ সফটওয়্যার’। 

নতুন এই মেডে গেইমের মধ্যে থাকা বিভিন্ন মাকড়সা সরিয়ে ফেলার সুবিধা মিলবে।

শুক্রবার ‘পিএস৪’ ও ‘এক্সবক্স ওয়ান’-এ গেইমটি চালু হওয়ার আগেই নতুন এই আপডেট এসেছে। বৃহস্পতিবার ‘বিল্ড ১১৪০৭৭৩’ নামের আপডেটে গেইমের ‘অ্যাক্সেসিবিলিটি অপশনে’ নতুন এই মোড যুক্ত হয়, যা সকল শত্রু মাকড়সার চেহারাকে ‘রোলার স্কেট বেষ্টিত উজ্জ্বল লাল চোখের ভাসমান মাকড়সায়’ পাল্টে ফেলে।

এসব স্কেট মনে করিয়ে দেয় ‘হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান’ গেইমে সিরিজের চরিত্র রনের অলৌকিক ক্ষমতার মুখোমুখি হওয়ার ঘটনাকে, যেখানে ছাত্রদের ক্ষমতা কমিয়ে ফেলতে পারে নিজের এমন সবচেয়ে ভয়ানক কল্পনা হিসেবে দানবীয় মাকড়সার সম্মুখীন হয় গেইমের চরিত্রটি।

পরবর্তীতে, নিজের কল্পনা করা ‘আরাকনিড’ প্রজাতির মাকড়সার বিরুদ্ধে পিচ্ছিল স্কেটে উঠে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে নিজের ভয়কে জয় করে রন।

নতুন এই মোড গেইমে ‘মাকড়সার আক্রমণ ও চিৎকার’ কমানোর পাশাপাশি সেগুলো সরায়, মাটি থেকে মাছ খাওয়ার সুবিধা ছোট মাকড়সাগুলোর জন্য বন্ধ করে ও মাকড়সার মৃতদেহকে গেইমের জগত থেকে অদৃশ্য করে ফেলে। 

গেইমটির নির্মাতারা বলছেন, গেইমের ‘ফিল্ড গাইড’-এর থাকা মাকড়সার ছবি এখনও অপরিবর্তিত। ফলে, মাকড়সার কোনো ছবি গেইমারকে ভয় দেখালে সেটি এড়ানোর পরামর্শ দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।