এক ধাপ এগিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন এক প্রেগামার। তিনি চ্যাটজিপিটিকে এমন এক পুরোনো পিসি গেইম নতুন করে তৈরি করতে বলেছেন, যেটির কোনো কোড অনলাইনে নেই।
Published : 01 Apr 2023, 04:05 PM
কোডাররা কী আসলেই চ্যাটজিপিটি’তে ভরসা রাখতে পারেন? সেই প্রশ্নেরই জবাব দিলেন মার্কিন এক বিনিয়োগ কোম্পানির নকশা প্রধান।
“আমার কাছে মনে হয়েছে এটা যেন যাদু” --বলছেন বাণিজ্যিক বিনিয়োগ কোম্পানি ‘ব্রেক্স’-এর নকশা প্রধান পিয়েত্রো স্কিরানো।
“এটা এতটাই ভালো ছিলো যে আমি খানিকটা ভয়ই পেয়ে যাই।”
তিনি কথা বলছেন চ্যাটজিপিটি’র সর্বশেষ সংস্করণ সম্পর্কে। চ্যাটজিপিটির মতোই এটাও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এবং ব্যবহারকারী কোনো কিছু টাইপ করলে এটি তার জন্য জবাব তৈরি করে দেয়।
এর বিভিন্ন মানবিক, বন্ধুত্বপূর্ণ ও বুদ্ধিমান প্রতিক্রিয়া সত্যিই অদ্ভুত। এর পেছনে রয়েছে ‘জিপিটি-৪’ নামে পরিচিত এআই মডেল।
স্কিরানো বিভিন্ন কম্পিউটার প্রোগ্রাম তৈরির উদ্দেশ্যে চ্যাটজিপিটি ব্যবহার করে আসছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
“আমি ‘পংয়ের মতো’ গেইম বানাতে চাই।” --টাইপ করেন তিনি। এতে তিনি ৭০’র দশকে মার্কিন গেইম নির্মাতা আটারি’র তৈরি টেবিল টেনিস গেইমের বিষয়টি তুলে ধরেন।
“গেইমটি তৈরির জন্য সবচেয়ে ভালো প্রোগ্রামিং ভাষা কী হতে পারে যেটা অনেক মানুষ খেলবে?”
চ্যাটজিপিটি শুধু ব্রাউজারে চলার মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরামর্শ দেয়, তা নয়, বরং গেইমের কোনো সহজ সংস্করণের জন্য কোডও তৈরি করে।
একজন অভিজ্ঞ গেইম ডেভেলপারের যা লিখতে আধা ঘণ্টা লাগতো, চ্যাটজিপিটি তা কেবল ৪০ সেকেন্ডে করতে পারে। এমনকি ‘ব্রেকআউট অ্যান্ড অ্যাস্টারয়েডস’-এর ক্লাসিক আর্কেড গেইমগুলোতেও একইভাবে এটি ভালো কাজ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
অনলাইনে এইসব গেইমের জন্য এমন অনেক কোডের উদাহরণ পাওয়া যাবে। তবে, চ্যাটজিপিটি ইন্টারনেট খুঁজে মুখস্থ জবাব দেবে না।
এটি বিশাল সংখ্যক ওয়েব কনটেন্ট ব্যবহার করে তৈরি হলেও, চ্যাটজিপিটি কেবল আপনার জন্য জবাব তৈরি করে, সঠিক জবাব অনুমান করে।
“আমি কীভাবে এই গেইমকে জনপ্রিয় বানাতে পারি, চ্যাটজিপিটি সেই প্রশ্ন বুঝতে পেরেছে।” --বলছেন স্কিরানো।
“এতে এমন অনেক প্রাসঙ্গিক বোঝাপড়ার বিষয় রয়েছে যা কোডিং না জানা কেউ গুগল ঘেঁটে বের করতে পারবেন না।”
কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করে আপনাকে খুঁজে বের করতে হবে কোন কোডিং ল্যাংগুয়েজ ব্যবহার করা উচিৎ, কীভাবে ব্যবহার করা উচিৎ ও কীভাবে অনলাইনে কোনো অসম্পূর্ণ উদাহরণ শেষ করতে হয়। চ্যাটজিপিটি সকল গেইম কোড প্রদান করতে পারে। আর এর সঙ্গে থাকবে দরকারি নির্দেশাবলীও, একেবারে আপনার প্রয়োজন অনুসারে।
“এখন, যার এইসব কাজ সম্পর্কে কোনো ধারণাই নেই, তিনিও একটি সহজ ওয়েব অ্যাপ তৈরি করতে পারবেন।” --বলেন স্কিরানো।
কেউ কেউ বলছেন, এই ধরনের পুরনো গেইম তৈরি তুলনামূলক সহজ, কারণ, এমন অনেক উদাহরণই অনলাইনে আছে।
স্কিরানোর সহকর্মী ব্রেক্স-এর নকশা ব্যবস্থাপক আম্মার রেশি চ্যাটজিপিটি নিয়ে আরও এক ধাপ এগিয়েছেন। তিনি চ্যাটবটটিকে এমন এক পুরোনো পিসি গেইম ফের তৈরি করতে বলেছেন, যেটির কোনো কোড অনলাইনে নেই।
‘স্কাইরোডস’ নামের এক ৩ডি গেইম ছিল, যেখানে গেইমার গাড়িকে রাস্তায় বিভিন্ন বাধা অতিক্রম করে পথ দেখান।
চ্যাটজিপিটি উইকিপিডিয়া পেইজ থেকে গেইমটি সম্পর্কে জানত। আর রেশি একে বিশদভাবে বর্ণনা করেন যে গেইমটি কীভাবে কাজ করে।
“এটা নিয়ে অনেক বেশি আলাপ হয়েছে।” --বলেন রেশি।
“আক্ষরিকভাবেই এক ঘণ্টা ধরে এটা করো, ওটা করো এমন আলাপ।”
এর জন্য তাকে গেইমটি পরীক্ষা করতে, চ্যাটজিপিটিকে গেইমটির আচরণ কীভাবে বদলায় সেটি সম্পর্কে জানাতে ও এই গোটা কার্যক্রমের পুনরাবৃত্তি করতে হয়েছে।
এর পরও, গেইম তৈরির জাভাস্ক্রিপ্ট ল্যাংগুয়েজ না জেনেও চ্যাটজিপিটি’র কাছে গেইমের কোনো কোডের উদাহরণ না থাকার পরও একটি ৩ডি গেইম বানাতে পেরেছেন রেশি।
এগুলো ছোট ছোট গেইম। আর চ্যাটজিপিটি’কে আধুনিক কনসোলভিত্তিক গেইম তৈরির পরামর্শ দেওয়ার মতো বোকামিও কেউ করবে না। তবে, কোনো শীর্ষ গেইমের অংশবিশেষ তৈরি অথবা কোনো সফটওয়্যার তৈরিতে সহায়ক হিসেবে এটি ব্যবহার করা যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।