অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মাইক্রোসফটের অ্যাজিউর, ওরাকল ও গুগল ক্লাউডের মতো প্রধান ক্লাউড সরবরাহকারীদের সঙ্গে কাজ করে উইজ।
Published : 19 Mar 2025, 04:33 PM
অ্যামাজন ও মাইক্রোসফটের মতো ‘অন্যান্য ক্লাউড কোম্পানিকে টেক্কা দিতে’ সাইবার নিরাপত্তা সুবিধা বাড়ানোর চেষ্টা করছে গুগল। সেই ধারাবাহিকতায় সাইবার সিকিউরিটি স্টার্টআপ উইজকে কিনে নিচ্ছে সার্চ জায়ান্টটি।
‘উইজ’ কেনার জন্য তিন হাজার দুইশো কোটি ডলার দেবে গুগল, যা কোম্পানিটির এ যাবৎকালের সবচেয়ে বড় ক্রয় চুক্তি বলে প্রতিবেদনে লিখেছে বিট্রিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
গত বছর অ্যান্টিট্রাস্ট উদ্বেগের কারণে স্টার্টআপটির সঙ্গে চুক্তি বন্ধ করতে বাধ্য হওয়ার আগে উইজ কেনার জন্য প্রায় দুই হাজার তিনশ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিল গুগল, সেই তুলনায় অনেক বেশি অর্থ দিয়ে বর্তমানে স্টার্টআপটি কিনছে কোম্পানিটি।
সম্পূর্ণ নগদ অর্থের এই চুক্তির আওতায় উইজ-এর এআইচালিত বিভিন্ন সাইবার নিরাপত্তা সমাধান গুগলের ক্লাউড ব্যবসাকে শক্তিশালী করবে, যা গুরুত্বপূর্ণ নানা ঝুঁকি দূর করতে ব্যবহার করবে কোম্পানিটি।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের কঠোর অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক পরিবেশের কারণে অনেক কোম্পানির পক্ষে বড় চুক্তি সম্পাদন করা কঠিন হয়ে পড়েছিল। তবে ধারণা করা হচ্ছে, কিছু অ্যান্টিট্রাস্ট নীতি বাদ দেবে ট্রাম্প প্রশাসন।
দ্রুত সময়ে বেড়ে ওঠা বিভিন্ন সফটওয়্যার স্টার্টআপের মধ্যে একটি উইজ, যা ক্লাউডভিত্তিক সাইবার নিরাপত্তা সেবা দেয়। গত মে মাসে এক তহবিল রাউন্ড শেষে কোম্পানিটির মূল্য দাঁড়ায় এক হাজার দুইশো কোটি ডলার।
গত বছর গুগলের সঙ্গে স্টার্টআপটির চুক্তি ভেঙে যাওয়ার পর উইজ এক অভ্যন্তরীণ মেমোতে বলেছিল, তারা শেয়ার বাজারের দিকে মনোনিবেশ করবে।
বিশ্বজুড়ে গত বছর সফটওয়্যার কোম্পানি ‘ক্রাউডস্ট্রাইক’ বিভ্রাটের কারণে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রমে ব্যাঘাত ঘটে। এরপর থেকে সাইবার নিরাপত্তা শিল্পের প্রতি আগ্রহ বাড়ছে বিভিন্ন কোম্পানির। ফলে নিজেদের নানা অনলাইন ডোমেইন সুরক্ষিত রাখতে ব্যাপকহারে বিনিয়োগ করছে তারা।
সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য গুগলের সর্বশেষ পদক্ষেপ হচ্ছে এই চুক্তি। এর আগে ২০২২ সালে পাঁচশ ৪০ কোটি ডলারে ‘ম্যান্ডিয়েন্ট’ অধিগ্রহণ করে কোম্পানিটি, যা উচ্চ পর্যায়ে পার্টনারশিপের ক্ষেত্রে সে সময় মাইক্রোসফটকেও ছাড়িয়ে গিয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মাইক্রোসফটের অ্যাজিউর, ওরাকল ও গুগল ক্লাউডের মতো প্রধান ক্লাউড সরবরাহকারীদের সঙ্গে কাজ করে উইজ। পাশাপাশি স্টার্টআপটির গ্রাহকদের মধ্যে রয়েছে মরগান স্ট্যানলি, বিএমডব্লিউ ও বিলাসবহুল পাওয়ারহাউস এলভিএমএইচ-এর মতো কোম্পানি।