এ বছরের শুরুর দিকে ফেইসবুক ও ইনস্টাগ্রামের মালিকানাধীন মেটা ঘোষণায় বলেছে, অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদ সংগঠনের সঙ্গে পেমেন্ট চুক্তি আর নবায়ন করবে না তারা।
Published : 13 Dec 2024, 12:12 PM
খবর বা সংবাদের জন্য অর্থ দিতে প্রযুক্তি জায়ান্টদের বাধ্য করবে অস্ট্রেলিয়া। দেশটির সরকার বলছে, সংবাদের জন্য স্থানীয় প্রকাশকদের অর্থ দিতে বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানিকে বাধ্য করতে নতুন নীতিমালা তৈরি করছে তারা।
দীর্ঘ প্রতীক্ষিত এ সিদ্ধান্তটি অস্ট্রেলিয়ায় ২০২১ সালে পাস হওয়া আইনেরই উত্তরসূরি। এর ফলে অস্ট্রেলিয়া হবে প্রথম দেশ, যারা ফেইসবুক ও গুগলের মতো টেক জায়ান্টদের সংবাদ কনটেন্টের জন্য অর্থ দিতে বাধ্য করবে।
তবে, এ বছরের শুরুর দিকে ফেইসবুক ও ইনস্টাগ্রামের মালিক কোম্পানি মেটা ঘোষণায় বলেছে, অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদ সংগঠনের সঙ্গে পেমেন্ট চুক্তি আর নবায়ন করবে না তারা।
বৃহস্পতিবার ঘোষিত অস্ট্রেলিয়ার নতুন এই নিয়মে বলা হয়েছে, যেসব প্রযুক্তি কোম্পানির বার্ষিক আয় ২৫ কোটি অস্ট্রেলিয়ান ডলারের বেশি তাদের গণমাধ্যম কোম্পানির সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে হবে। অন্যথায় দেশটিতে উচ্চ করের ঝুঁকিতে পড়বে এসব প্রযুক্তি কোম্পানি।
এ প্রকল্পের নকশা এখনও চূড়ান্ত না হলেও ফেইসবুক, গুগল ও টিকটকের মতো বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এর প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে মেটা বলেছে, “এক শিল্পের জন্য অন্য শিল্পকে ভর্তুকি দিতে বাধ্য করছে অস্ট্রেলিয়ার সরকার– এ নিয়ে আমরা উদ্বিগ্ন।”
এ নতুন কাঠামোর নাম দেওয়া হয়েছে ‘নিউজ বারগেইনিং ইনসেনটিভ’। এর আওতায় প্রকাশকদের সঙ্গে চুক্তি না করলে সংবাদ কনটেন্টের জন্য অর্থ দিতে বাধ্য করা হবে বিভিন্ন প্রযুক্তি কোম্পানিকে।
“অস্ট্রেলিয়া থেকে বিশাল আর্থিক আয় হয় বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের। মানসম্পন্ন সাংবাদিকতার সুবিধা পেতে সামাজিক ও অর্থনৈতিক দায়িত্ব রয়েছে অস্ট্রেলিয়ানদের,” বলেছেন দেশটির সহকারী ট্রেজারার স্টিফেন জোনস।
মেটা যদি অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদ প্রকাশকের সঙ্গে আর্থিক চুক্তি নবায়ন না করে তবে দেশটি প্রায় ২০ কোটি অস্ট্রেলিয়ান ডলারের রাজস্ব থেকে বঞ্চিত হবে।
অস্ট্রেলিয়ার এই নতুন করের মডেলটি ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হবে এবং ফেব্রুয়ারিতে পার্লামেন্টের মাধ্যমে এটি আইনে পরিণত হবে।
রাজস্ব বাড়ানোর জন্য নয় বরং এ মডেলটিকে এমনভাবে ডিজাইন করা হবে, যেখানে অস্ট্রেলিয়ার সাংবাদিকতা সেক্টরে তহবিল দিতে বাধ্য করা হবে বিভিন্ন প্রযুক্তি কোম্পানিকে, বলেছে দেশটির সরকার।