Published : 27 Oct 2024, 07:08 PM
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক কিনতে চাওয়ার কথা বলেছেন মার্কিন ধনকুবের ফ্রাঙ্ক ম্যাককোর্ট। এক পডকাস্টে নানা বিষয়ে কথা বলার পাশাপাশি টেকটক নিয়েও আলাপ করেছেন।
এ সপ্তাহে ‘স্ট্রিক্টলিভিসি ডাউনলোড’ নামের এক পডকাস্টে হোস্ট কনি লোইজোস ও অ্যালেক্স গোভ-এর সঙ্গে প্রযুক্তি, শক্তি ও ইন্টারনেটের ভবিষ্যত প্রসঙ্গে কথা বলেন বিলিয়নেয়ার বিনিয়োগকারী ও সমাজসেবী ফ্র্যাঙ্ক ম্যাককোর্ট।
আমেরিকান পেশাদার বেসবল দল ‘লস অ্যাঞ্জেলেস ডজার্স’-এর মালিক হিসাবে এমনিতেই খবরের শিরোনামে আসেন ম্যাককোর্ট। আর এখন সম্ভবত তিনি গোটা ডিজিটাল বিশ্বকেই বদলে দিতে চাইছেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চ। বড় কিছু পরিকল্পনাও আছে তার, যার অন্যতম হচ্ছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক কিনে নেওয়া।
এদিকে মার্কিন সরকারের ক্রমাগত তদন্তের কারণে এরইমধ্যে টিকটকের চীনা প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্সের উপর প্ল্যাটফর্মটি বিক্রির চাপ বাড়ছে।
বাইটড্যান্স-এর দাবি, টিকটক বিক্রির জন্য নয়। এমনকি এখনও মার্কিন কংগ্রেসে পাস করা আইনটি বাতিল করার জন্য আদালতে চেষ্টা চালিয়ে যাচ্ছে টিকটক।
এদিকে, নতুন পাশ করা মার্কিন আইনের আওতায়, ২০২৫ সালের ১৯ জানুয়ারি থেকে বিভিন্ন অ্যাপ স্টোরে টিকটক নিষিদ্ধ হয়ে যাবে, যদি না এর মালিক কোম্পানি বাইটড্যান্স অ্যাপটির যুক্তরাষ্ট্র অংশের ব্যবসা অন্য কোথাও বিক্রি করে। এজন্য ২৭০ দিন বা ৯ মাস সময়ও বেঁধে দেওয়া হয়েছে কোম্পানিটিকে।
নতুন ইন্টারনেট কাঠামো তৈরির জন্য এক অলাভজনক উদ্যোগ ‘প্রজেক্ট লিবার্টি’র প্রতিষ্ঠাতাও ম্যাককোর্ট। ৫০ কোটি ডলারের এই উদ্যোগটির লক্ষ্য হচ্ছে টেক জায়ান্টদের বদলে ইন্টারনেট ব্যবহারকারীদের হাতেই নেটের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া ও ইন্টারনেটকে ঢেলে সাজানোর। এই প্রকল্পের মূল অংশে রয়েছে সামাজিক নেটওয়ার্কিংয়ের বিকেন্দ্রীকরণ।
ইন্টারনেটের এই নতুন আকার দেওয়ার জন্য ‘প্রজেক্ট লিবার্টি’কে ম্যাককোর্টের চমৎকার সাহসী পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছে টেকক্রাঞ্চ।
একইসঙ্গে টিকটকের সম্ভাব্য অধিগ্রহণ ও ম্যাককোর্টের দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে সামাজিক মিডিয়ার সঙ্গে ব্যবহারকারীর যোগাযোগের উপায়কে আমূল পরিবর্তন করতে পারে বলেও উল্লেখ রয়েছে প্রতিবেদনে।