ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সামাজিক মাধ্যম নেটওয়ার্কে যেসব সঙ্গীতপ্রেমী আছেন তাদের নাগাল পাওয়ার বিষয়টিও সম্ভবত সেবাটির বিবেচনায় রয়েছে।
Published : 02 Jul 2023, 04:17 PM
কিছু দিনের মধ্যেই নিজস্ব প্ল্যাটফর্মে মিউজিক ভিডিও দেখার সুবিধা চালু করতে পারে স্পটিফাই।
নিজস্ব অ্যাপে পুরোদস্তর মিউজিক ভিডিও যুক্ত করার লক্ষ্যে সুইডিশ কোম্পানিটি কাজ করছে বলে দাবি করছে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের বিভিন্ন সূত্র।
অডিও স্ট্রিমিংয়ে স্পটিফাইকে বিবেচনা করা হয় অন্যতম শীর্ষ সেবা হিসাবে।
ফিচারটি কবে নাগাদ আসবে বা কারা এটি ব্যবহারের সুযোগ পাবেন তা নিয়ে এখনও কোনো ঘোষণা আসেনি। আর এ নিয়ে প্রযুক্তি সাইট এনগ্যাজেটকে কোনো মন্তব্য করতে রাজী হয়নি স্পটিফাই।
প্ল্যাটফর্মটিতে এখন ভিডিও দেখার সুবিধা কেবল পডকাস্টেই সীমিত। এর মধ্যে রয়েছে ৩০ সেকেন্ডের ক্লিপ, যেখানে শিল্পীরা নিজ কাজ সম্পর্কে কথা বলেন। এর পাশাপাশি, ১০ সেকেন্ডের জিফ ক্লিপও রয়েছে যেটি আসলে শ্রোতার দেওয়া কোনো গানের অংশ নিয়ে তৈরি করা লুপ।
মার্চে টিকটকের মতো হোম ফিড ফিচার চালু করে স্পটিফাই। তবে, এতে ভিডিও দেখার বদলে গুরুত্ব পেয়েছে মিউজিক খোঁজ করা ও পডকাস্ট। কোম্পানিটি বেশ কয়েক বছর আগে ‘কমেডি সেন্ট্রাল’ ও ‘ইএসপিএন’ থেকে ক্লিপ নিয়ে নিজস্ব প্ল্যাটফর্মে টিভি কনটেন্ট দেখানোর সুবিধাও চালু করেছিল। তবে সেটি তেমন সাড়া ফেলতে পারেনি।
মিউজিক স্ট্রিমিং সেবায় ভিডিওর ধারণা নতুন কিছু নয়। বেশ কয়েক বছর ধরেই এই সুবিধা রয়েছে আরেক স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যাপল মিউজিকে।
নতুন এই সুবিধাটি স্পটিফাইকে ফিচারের দিক থেকে অ্যাপলের কাছাকাছি নিয়ে যাওয়ার পাশাপাশি ‘ইউটিউবে ভিডিও দেখা’ দর্শকদেরও টানতে পারে। আর ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সামাজিক মাধ্যম নেটওয়ার্কে যেসব সঙ্গীতপ্রেমী আছেন তাদের নাগাল পাওয়ার বিষয়টিও সম্ভবত বিবেচনায় রয়েছে।
মিউজিক ভিডিও থেকে সাধারণত তেমন আয় আসে না। ইউটিউব বিজ্ঞাপনী আয়ের ৫৫ শতাংশ দেয় কনটেন্ট নির্মাতাদের, যেখানে প্রতি এক হাজার ভিউতে গড় আসে ১৮ ডলার। পরবর্তীতে ওই অর্থ ভাগাভাগি হয় শিল্পী, লেবেল এর সঙ্গে সম্পৃক্ত অন্যান্য কলাকুশলীদের মধ্যে। বিভিন্ন ক্লিপ আয়ের উৎস হিসাবে কাজ করার পাশাপাশি শিল্পীদের পরিচিতি বাড়াতেও সহায়ক হিসেবে কাজ করে।
আয়ের নতুন উৎস খোঁজা নিয়েও চাপের মধ্যে রয়েছে সেবাটি। এই বছরের শুরুতে কর্মীদের বড় এক অংশ ছাঁটাই করে কোম্পানিটি। এর মধ্যে ছিলেন পডকাস্ট দলের দুইশ কর্মীও।