প্রথম পশ্চিমা দেশ হিসেবে সাড়া জাগানো চ্যাটবট চ্যাটজিপিটি নিষিদ্ধ করেছে ইতালি।
দেশটির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ বলেছে, মাইক্রোসফট সমর্থিত ওপেনএআই’র তৈরি এই চ্যাটবট মডেলে প্রাইভেসি সংশ্লিষ্ট ঝুঁকি রয়েছে।
নিয়ন্ত্রকরা বলেন, এতে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তারা ওপেনএআই’র বিরুদ্ধে তদন্ত কার্যক্রম ‘অবিলম্বে কার্যকর’ করবেন।
বিবিসিকে ওপেন এআই বলেছে, তারা প্রাইভেসি আইন মেনেই কাজ করেছে।
২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি’র আত্মপ্রকাশের পর থেকে কোটি কোটি মানুষ এটি ব্যবহার করেছেন।
মানুষের মতো প্রাকৃতিক ভাষা ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অন্যান্য লেখার ধরনও নকল করতে পারে এটি। তবে, এতে ব্যবহৃত হয়েছে ২০২১ সালের ইন্টারনেট ডেটাবেজ।
এর পেছনে শত কোটি ডলারের বেশি অর্থ খরচ করেছে মাইক্রোসফট। আর গত মাস বিং চ্যাটবটে যুক্ত হয় এটি।
কোম্পানি আরও বলেছে, তারা এই প্রযুক্তির একটি সংস্করণ ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও আউটলুক’সহ নিজেদের বিভিন্ন ‘অফিস’ অ্যাপেও যুক্ত করবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই’র) সম্ভাব্য ঝুঁকি নিয়ে বেশ কিছু সময় ধরেই উদ্বেগ রয়েছে। এর মধ্যে আছে মানুষের চাকরিতে হুমকি ও ভুল ও পক্ষপাতমূলক তথ্য ছড়ানোর মতো বিষয়গুলোও।
এইসব চ্যাটবট তৈরির প্রতিযোগিতা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন শঙ্কায় সপ্তাহের শুরুতে এই ধরনের এআই ব্যবস্থা নিষিদ্ধের আহ্বান জানান মার্কিন ধনকুবের ইলন মাস্ক’সহ প্রযুক্তি খাতের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
ইতালির নিয়ন্ত্রকরা বলেন, তারা কেবল ওপেনএআই’র চ্যাটবটটি নিষিদ্ধ করবেন না, বরং দেশের ‘জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর)’ আইন মেনে চলেছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখবেন।
জিডিপিআর দেশটির অনলাইন ব্যবহারকারীদের ডেটা ব্যবহার, প্রক্রিয়া ও সংরক্ষণের উপায় নিয়ন্ত্রণ করে থাকে।
নিয়ন্ত্রকরা বলেন, গেল ২০ মার্চ অ্যাপটি এমন এক ডেটা লঙ্ঘনের মতো অভিজ্ঞতার মুখে পড়েছে, যেখানে ব্যবহারকারীর কথোপকথন ও আর্থিক লেনদেনের তথ্যও সম্পৃক্ত ছিল।
তারা বলেন, ‘প্ল্যাটফর্মের কার্যক্রমের ভিত্তি হিসেবে কাজ করা বিভিন্ন অ্যালগরিদম 'প্রশিক্ষণ দেওয়ার' উদ্দেশ্যে ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটার ব্যাপক সংগ্রহ ও সঞ্চয়ে’ ন্যায্যতা দেওয়ার কোনও আইনি ভিত্তি নেই।
তারা আরও বলেন, ব্যবহারকারীর বয়স শনাক্তের কোনো উপায় না থাকায় অ্যাপটি ‘অপ্রাপ্তবয়স্কদের বিকাশ ও সচেতনতার তুলনায় একেবারেই অনুপযুক্ত জবাবগুলো তাদের কাছে প্রকাশ করে’।
বর্তমানে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট বার্ড চালু হলেও এটি কেবল ১৮ বছরের বেশি বয়সী নির্দিষ্ট কিছু সংখ্যক ব্যবহারকারীর কাছে পাওয়া যাচ্ছে। এর কারণ হিসেবে একই প্রাইভেসি শঙ্কার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
ইতালি’র ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ বলেছে, নিয়ন্ত্রকদের শঙ্কার বিষয়টি সুরাহা করতে ওপেনএআই’কে ২০ দিনের সময় দেওয়া হয়েছিল। এর বিপরীতে, কোম্পানিকে দুই কোটি ১৭ লাখ ডলার বা তাদের বার্ষিক আয়ের চার শতাংশ জরিমানার কথাও বলেছে সংস্থাটি।
আইরিশ ডেটা সুরক্ষা কমিশন বিবিসিকে বলেছে, তারা ইতালির নিয়ন্ত্রকদের কার্যক্রমের ভিত্তি বুঝতে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আর এই নিষেধাজ্ঞা নিয়ে সকল ইইউ ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে।
যুক্তরাজ্যের স্বতন্ত্র ডেটা নিয়ন্ত্রক ‘দ্য ইনফর্মেশন কমিশনার’স অফিস’ বিবিসিকে বলেছে, তারা এআই বিকাশের বিষয়টিতে ‘সমর্থন’ জানালেও ডেটা সুরক্ষা আইন মেনে চলে না, এমন আইনগুলোও ‘চ্যালেঞ্জ’ জানাতে প্রস্তুত তারা।
সাইবার নিরাপত্তা কোম্পানি ‘সিকিউরিটিস্কোরকার্ড’-এর বিশ্লেষক ড্যান মরগান বলেন, এই নিষেধাজ্ঞার মাধ্যমে ইউরোপে কার্যক্রম চালানো বিভিন্ন কোম্পানির জন্য নিয়ন্ত্রকদের আইন মেনে চলার গুরুত্বের বিষয়টি ফুটে উঠেছে।
“ব্যবসায়ীদের অবশ্যই ব্যক্তিগত ডেটা সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি ইইউ’র নির্ধারিত কঠোর ডেটা সুরক্ষা নীতিমালা মেনে চলতে হবে। আর এগুলো মেনে চলা কোনো ঐচ্ছিক বিষয়ও নয়।”