গত বছর থাইল্যান্ডে একশ কোটি ডলার বিনিয়োগের কথা বলেছে গুগল। এরপর ১৫ বছরে দেশটিতে পাঁচশ কোটি ডলার বিনিয়োগেরও ঘোষণা দিয়েছে অ্যামাজন।
Published : 17 Mar 2025, 03:32 PM
ডেটা সেন্টার ও বিভিন্ন ক্লাউড পরিষেবায় দুইশো ৭০ কোটি ডলার বিনিয়োগের অনুমোদন দিয়েছে থাইল্যান্ড।
এমন পদক্ষেপ দেশটির ক্রমবর্ধমান প্রযুক্তি খাতে সর্বশেষ সংযোজন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
সোমবার দেশটির বিনিয়োগ বোর্ড বলেছে, এসব প্রকল্পের মধ্যে রয়েছে চীনের ‘বেইজিং হাওইয়াং ক্লাউড অ্যান্ড ডেটা টেকনোলজি’, সিঙ্গাপুরভিত্তিক ‘এম্পিরিয়ন ডিজিটাল’ ও থাই কোম্পানি ‘জিএসএ ডেটা সেন্টার ০২’-এর মতো বিভিন্ন ডেটা সেন্টার।
থাইল্যান্ডে বেইজিং হাওইয়াংয়ের পরিকল্পনায় ৩০০ মেগাওয়াট ডেটা সেন্টার অন্তর্ভুক্ত রয়েছে, যার মূল্য সাতশ ২৭ কোটি বাথ। অন্যদিকে, ৩৫ মেগাওয়াট ডেটা সেন্টারের জন্য একশ ৩৫ কোটি বাথ বিনিয়োগের প্রস্তাব দিয়েছে থাই কোম্পানিটি।
রয়টার্স লিখেছে, এআইয়ের উত্থানের ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় এ সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের জন্য হুড়োহুড়ি শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে এআইয়ের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ডেটা সেন্টার।
কম্পিউটার সার্ভার ও টুল রয়েছে ডেটা সেন্টারে, যা ডেটা প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের জন্য ব্যবহার করে বিভিন্ন কোম্পানি।
বিনিয়োগ বোর্ডের তথ্য অনুসারে, জানুয়ারিতে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বড় অর্থনীতির দেশ থাইল্যান্ডে ১২ হাজার ছয়শ ৮০ কোটি বাথ মূল্যের ডেটা হোস্টিং পরিষেবা স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে চীনা কোম্পানি বাইটড্যান্সের টিকটক।
এদিকে, গত বছর থাইল্যান্ডে একশ কোটি ডলার বিনিয়োগের কথা বলেছিল অ্যালফাবেট ইনকর্পোরেটেডের গুগল।
সার্চ জায়ান্টটির এ ঘোষণার পর অ্যামাজন ওয়েব সার্ভিসেস ১৫ বছরে থাইল্যান্ডে পাঁচশ কোটি ডলার বিনিয়োগেরও ঘোষণা দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
থাইল্যান্ডে প্রথমবারের মতো আঞ্চলিক ডেটা সেন্টার খোলার ঘোষণা দিয়েছে মাইক্রোসফটও।