এ পরীক্ষায় ‘স্যাটেলাইটের মাধ্যমে টেক্সট’ পাঠানোর সুবিধা মিলবে, যেখানে ভবিষ্যতে ভয়েস ও ডেটা ফিচারও যোগ করার পরিকল্পনা আছে।
Published : 29 Jan 2025, 04:23 PM
ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইটের আধুনিক ‘ডাইরেক্ট টু সেল’ সেবা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। স্পেসএক্স স্যাটেলাইটের এই নতুন প্রযুক্তি অ্যাপলের আইফোন সমর্থন করবে বলে জানিয়েছে এ প্রোগ্রামের পার্টনার ‘টি মোবাইল’।
তারা বলেছে, আইফোনে এখন স্টারলিংকের ‘ডাইরেক্ট টু সেল’ পরিষেবা কাজ করবে। এর আওতায় সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হতে পারবেন ব্যবহারকারীরা।
গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল কমিউনিকেশনস কমিশন’ বা এফসিসি’র অনুমোদন পাওয়ার পর টি-মোবাইল ও ইলন মাস্কের স্পেসএক্স বর্তমানে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ‘ডাইরেক্ট টু সেল’ নেটওয়ার্ক নিয়ে পরীক্ষা করছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
টি-মোবাইল-এর ওয়েবসাইট অনুসারে, এ পরীক্ষায় ‘স্যাটেলাইটের মাধ্যমে টেক্সট’ পাঠানোর সুবিধা মিলবে, যেখানে ভবিষ্যতে ভয়েস ও ডেটা ফিচারও যোগ করার পরিকল্পনা আছে।
রয়টার্স লিখেছে, প্রাথমিকভাবে এই নেটওয়ার্ক পরিষেবা পরীক্ষার জন্য যোগ্য ডিভাইস হিসাবে কয়েকটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে তালিকাভুক্ত করেছিল টি-মোবাইল। তবে এখন সর্বশেষ আইওএস ১৮.৩ সফটওয়্যারে চলা আইফোনেও এই সেবা যোগ করেছে তারা।
আইফোনের সর্বশেষ আইওএস ১৮.৩ সফটওয়্যারে ‘ডাইরেক্ট টু সেল’ নেটওয়ার্ক সমর্থনের জন্য গোপনে কাজ করছে অ্যাপল, স্পেসএক্স ও টি মোবাইল– এমন খবর মঙ্গলবার প্রথম প্রকাশ করে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ।
এ বিষয়ে মন্তব্যের জন্য অ্যাপল ও স্পেসএক্স কেউই রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি।
স্টারলিংকের এই নতুন প্রযুক্তিটি দুর্গম পরিস্থিতি ও দূর্যোগ মেকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি প্রচলিত ফোন নেটওয়ার্কিং সিস্টেমেও বদল আনতে পারে ‘ডাইরেক্ট টু সেল’ পরিষেবা।
গত বছরের অক্টোবরে হারিকেন হেলেন আঘাত হানার কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় ৯২ জন নিখোঁজ হন। ওই সময় ক্ষতিগ্রস্থদের উদ্ধারে স্পেসএক্স ও টি-মোবাইল’কে স্যাটেলাইটের মাধ্যমে ‘ডাইরেক্ট টু সেল’ পরিষেবা চালুর অনুমতি দিয়েছিল এফসিসি।