Published : 28 Apr 2025, 01:17 PM
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কে দায়িত্ব পালনের সময় ডাকাতদের ট্রাক চাপায় আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
রোববার রাত ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলাম।
নিহত রফিকুল ইসলাম (৫৫) বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা। তিনি সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ থেকে যমুনা সেতু পশ্চিম থানায় বদলি হয়েছিলেন।
ওসি আনারুল ইসলাম বলেন, ২৪ এপ্রিল রাতে একদল ডাকাত টাঙ্গাইলের এলেঙ্গায় গরু লুটের পর ট্রাক বোঝাই করে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে পুলিশের তাড়া খেয়ে ডাকাতরা ট্রাকটি ঘুরিয়ে আবার ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করে।
এ সময় রাত ৩টার দিকে কনস্টেবল রফিকুল সেতুর পশ্চিম পাড়ে মহাসড়কের সয়দাবাদ গোলচত্বর এলাকায় দায়িত্ব পালন করছিলেন। খবর পেয়ে ট্রাকটি থামানোর চেষ্টা করেন রফিকুল। কিন্তু ট্রাকটি সংকেত না মেনে রফিকুলকে চাপা দেয়।
তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। তিন দিন আইসিইউতে থাকার পর রোববার রাত ৯টার দিকে তিনি মারা যান।
ওসি বলেন, এ ঘটনায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।