অ্যাপের সবকিছু সরিয়ে ফেলার পর আবার নতুন করে শুরু করবে প্ল্যাটফর্মটি। ঠিক যেন ব্যবহারকারীরা একটি নতুন অ্যাকাউন্ট পেয়েছেন, যেখানে নতুন ধরনের রেকোমেন্ড পোস্ট ও কনটেন্ট দেখার সুযোগ পাবেন তারা।
Published : 20 Nov 2024, 03:58 PM
ব্যবহারকারীদের জন্য ‘রিসেট’ টুল আনছে ইনস্টাগ্রাম, যেখানে অ্যাপটির রেকমেন্ডেশন পুরোপুরিভাবে রিসেট করার সুযোগ মিলবে।
‘রিসেট’ করার মাধ্যমে ব্যবহারকারীরা ‘নতুন করে প্লাটফর্মটির ব্যবহার শুরু’ করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। তবে এতে কেবল অ্যাপটির রেকমেন্ডেশন রিসেট হবে, পোস্ট মুছে যাবে না।
বর্তমানে পরীক্ষাধীন অবস্থায় রয়েছে নতুন টুলটি। এটি চালু হলে প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীরা যে ধরনের পোস্ট ও কনটেন্ট দেখতে পছন্দ করেন সেগুলো রেকোমেন্ড করতে বর্তমানে ইনস্টাগ্রামে থাকা বিভিন্ন পোস্ট ও কনটেন্ট সরিয়ে ফেলবে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
এ টুলের মাধ্যমে ব্যবহারকারীদের অ্যাপের সবকিছু সরিয়ে ফেলার পর আবার তা নতুন করে শুরু করবে প্ল্যাটফর্মটি। ঠিক যেন এক নতুন অ্যাকাউন্ট পেয়েছেন ব্যবহারকারীরা, যেখানে নতুন ধরনের রেকোমেন্ড পোস্ট ও কনটেন্ট দেখার সুযোগ মিলবে তাদের।
প্রযুক্তির বিভিন্ন অ্যালগরিদম মানুষকে অস্বাস্থ্যকর বা নেতিবাচক বিভিন্ন কনটেন্টের দিকে ঠেলে দিচ্ছে– এমন উদ্বেগের মধ্যে এই ‘রিসেট’ ফিচার নিয়ে এল ইনস্টাগ্রাম।
মেটার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপগুলোতে করা বিভিন্ন পরিবর্তনের মধ্যে এটি অন্যতম, যেখানে নিজেদের দেখা বিভিন্ন পোস্টের উপর আরও নিয়ন্ত্রণ রাখতে ব্যবহারকারীদের উৎসাহিত করবে এটি।
ইনস্টাগ্রাম বলেছে, ‘ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম অভিজ্ঞতাকে রূপ দেওয়ার নতুন উপায়’ দিতেই এ ফিচারটি আসছে।
“ব্যবহারকারীর বিভিন্ন রেকোমেন্ডশন সময়ের সঙ্গে সঙ্গে আবার তাদের পছন্দসই হতে শুরু করবে। ব্যবহারকারীরা নতুন করে কোন কোন বিষয়ে আগ্রহ প্রকাশ করছেন তার ওপর ভিত্তি করে নতুন কনটেন্ট দেখাবে প্লাটফর্মটি।”
নতুন টুল নিয়ে ইনস্টাগ্রাম এক ব্লগ পোস্টে বলেছে, “আমরা নিশ্চিত করতে চাই প্রত্যেকে যেন ইনস্টাগ্রামে নিরাপদ, ইতিবাচক ও বয়স উপযোগী অভিজ্ঞতা পান। ইনস্টাগ্রামে দেওয়া ব্যবহারকারীদের সময় মূল্যবান।”
“এ নতুন টৃুলের আওতায় টিনএজাররাও তাদের বিভিন্ন রেকোমেন্ডশন পুনরায় সেট করার সুযোগ পাবে।”
কেবল কয়েকটি ট্যাপের মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এক্সপ্লোর, রিলস ও ফিড ফিচার জুড়ে থাকা পুরনো বিভিন্ন রেকোমেন্ডশন মুছে ফেলতে ও তা আবার নতুন করে সেট করতে পারবেন ব্যবহারকারীরা।
বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক অবস্থায় থাকলেও ইনস্টাগ্রাম নিশ্চিত করেছে ‘শিগগিরই গোটা বিশ্বে চালু হবে’ এই নতুন টুল।
এদিকে, অনলাইন নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর বিভিন্ন সামাজিক মাধ্যম কোম্পানির ওপর আরোপিত নতুন নিরাপত্তা করের আগে টেক জায়ান্টটির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যের অনলাইন নিরাপত্তা নিয়ন্ত্রক ‘অফকম’।
“অনলাইন নিরাপত্তা নীতিমালা শুরু হওয়ার আগে ইনস্টাগ্রামের এমন সব পরিবর্তন আনার বিষয়টি ভালো। একইসঙ্গে ব্যবহারকারীদের সুরক্ষা ও ক্ষমতায়নে আরও বেশি কিছু করার জন্য বিভিন্ন প্রযুক্তি কোম্পানিকে চাপ দিয়ে যাব আমরা,” বলেছেন অফকম-এর এক মুখপাত্র।
“যুক্তরাজ্যের অনলাইন নিরাপত্তা আইন পুরোপুরি কার্যকর হয়ে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষ কি দেখবে এর ওপর ব্যবহারকারীদের আরও নিয়ন্ত্রণ দিতে হবে বড় বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানিকে।”