Published : 25 Mar 2025, 04:07 PM
জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বিক্রিরর জন্য দেওয়া সময় বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন সিনেটররা।
টিকটকের ওপর নিষেধাজ্ঞা যেন দিতে না হয় সেজন্য চীনের বাইটড্যান্সকে অ্যাপটি বিক্রির সময়সীমা বাড়ানোর কর্তৃত্ব কংগ্রেসের কাছ থেকে চাইতে সোমবার হোয়াইট হাউসের প্রতি আহ্বান জানিয়েছেন তিন ডেমোক্র্যাট সিনেটর।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করে তা আইনে পরিণত করেন।
এই আইনে দেশটির বিভিন্ন অ্যাপ স্টোরে টিকটক নিষিদ্ধ হয়ে যাবে, যদি না এর মালিক কোম্পানি চীনা মালিকানাধীন বাইটড্যান্স অ্যাপটির যুক্তরাষ্ট্র অংশের ব্যবসা অন্য কোথাও বিক্রি করে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই এই আইনের প্রয়োগ স্থগিত করে জানুয়ারিতে টিকটক বিক্রির সময়সীমা ১৯ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন ট্রাম্প।
গত মাসে তিনি বলেছেন, টিকটক বিক্রির চুক্তি বাস্তবায়নের জন্য এই সময়সীমা তিনি আরও বাড়িয়ে দিতে পারেন।
অক্টোবর পর্যন্ত এ সময়সীমা বাড়ানোর জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়ে সিনেটর এড মার্কি, ক্রিস ভ্যান হোলেন ও কোরি বুকার বলেছেন, “টিকটক নিষেধাজ্ঞা স্থগিতের এ বিষয়টি কেবল বেআইনিই ছিল না, বরং অ্যাপটির ভবিষ্যত নিয়েও গুরুতর প্রশ্ন সামনে এনেছে এটি।”
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি হোয়াইট হাউস ও টিকটক।
১৭ কোটি আমেরিকানের ব্যবহৃত এই অ্যাপটির ভাগ্য কয়েক মাস ধরে অনিশ্চিত হয়ে পড়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
সিনেটররা লিখেছেন, “আমরা আপনাকে টিকটক ব্যবহারকারীদের পক্ষে দাঁড়াতে ও টিকটক নিষেধাজ্ঞার দীর্ঘমেয়াদী সমাধানের দাবিতে কংগ্রেসে থাকা রিপাবলিকানদের ওপর আপনার প্রভাব ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।”
ডেমোক্র্যাট সিনেটররা বলেছেন, তারা চাইছেন ট্রাম্প বলুন যে তিনি সময়সীমা বাড়ানোর পরিকল্পনা করছেন কি না। যদি এমনটি করে থাকেন তাহলে তা যেন আইনি ভিত্তিতে হয়।