Published : 03 May 2025, 09:10 PM
ইউক্রেইনের ড্রোন হামলায় রাশিয়ার কৃষ্ণ সাগরীয় বন্দর শহর নভোরোসিয়েস্কের একটি খাদ্যশস্য টার্মিনাল ও বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত এবং পাঁচজন আহত হওয়ার পর জরুরি অবস্থা ঘোষণা করেছেন নগরীর মেয়র।
শনিবারের এই ঘটনার বিষয়ে ইউক্রেইনের দিক থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। শুধু দেশটির বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতে ১৮৩টি ড্রোন ও দু’টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রযোগে ইউক্রেইনে হামলা চালিয়েছে।
রয়টার্স জানায়, নভোরোসিয়েস্কের মেয়র আন্দ্রি ক্রাভচেঙ্কার দপ্তরিক টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে তাকে ক্ষতিগ্রস্ত তিনটি অ্যাপার্টমেন্ট ভবন পরিদর্শন করতে দেখা গেছে। ভিডিওতে ভবনগুলোর সামনে ধ্বংসাবশেষের পাশাপাশি দুমড়েমুচড়ে যাওয়া একটি গাড়ি, উড়ে যাওয়া জানালা এবং ভবনের সামনের অংশে ধসে পড়া বারান্দা ঝুলে থাকতে দেখা গেছে।
ক্রাভচেঙ্কা জানিয়েছেন, আহতদের মধ্যে একজন নারী হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় আছেন। এ হামলায় আরও দুই শিশুও আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনাদোর অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাচিয়েভ জানিয়েছেন, ড্রোনগুলোর ধ্বংসাবশেষের আঘাতে নভোরোসিয়েস্কের একটি খাদ্যশস্য টার্মিনালের তিনটি স্টোরের ইউনিট ক্ষতিগ্রস্ত হয়, সেগুলোতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
ক্ষতিগ্রস্ত টার্মিনালটির মালিক দেলো গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং ঘটনাস্থল পরিষ্কার করা শুরু হয়েছে। বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।