Published : 03 May 2025, 09:07 PM
মাদারীপুরের শিবচরে ফুফুর বাড়ি বেড়াতে এসে আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে নিখোঁজ রয়েছে এক মাদ্রাসা ছাত্রী।
শনিবার দুপুরে উপজেলা চরশ্যামাইলে আড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘটে বলে শিবচর থানা পুলিশের ওসি মো. রতন শেখ জানান।
নিখোঁজ জান্নাতুল আক্তার (১৪) শিবচর উপজেলা উমেদপুর ইউনিয়নের পূর্বকাচিকাটা গ্রামের রনি ফকিরের মেয়ে।
স্থানীয়দের বরাতে ওসি মো. রতন শেখ বলেন, শুক্রবার বিকালে জান্নাতুল তার ফুফা মনির শিকদারের বাড়িতে বেড়াতে আসে।
শনিবার দুপুর দেড়টার দিকে বৃষ্টি নামলে ফুফাতো বোনকে সঙ্গে নিয়ে বাড়ির কাছের আড়িয়াল খাঁ নদে গোসলে যায় সে।
কিন্তু সাঁতার না জানায় স্রোতের টানে ডুবে যায় জান্নাতুল।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। যদিও সন্ধ্যা পর্যন্ত মেয়েটির সন্ধান মেলেনি।
তবে অভিযান অব্যাহত আছে বলে জানান শিবচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা তপন সাহা।