প্লে স্টোরেএকসঙ্গে তিনটি অ্যাপ আপডেট করা যাবে, যা অ্যাপল অ্যাপ স্টোরের সমান।
Published : 01 Sep 2024, 01:11 PM
অ্যান্ড্রয়েড অ্যাপের সবচেয়ে বড় ভাণ্ডার হচ্ছে গুগল প্লে স্টোর। তবে, এ অ্যাপস্টোরের কিছু সীমাবদ্ধতাও রয়েছে।
বছরের পর বছর ধরে ব্যবহারকারীদের সবচেয়ে বড় অভিযোগের একটি হল প্লে স্টোর একযোগে একাধিক অ্যাপ আপডেট করতে পারে না। অবশেষে গুগল এ সীমাবদ্ধতা ঠিক করছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষক সাইট অ্যান্ড্রয়েড পুলিস।
এ বছর এপ্রিলে প্লে স্টোর থেকে একাধিক নতুন অ্যাপ একসঙ্গে ইনস্টল করার ফিচার এনেছে গুগল। তবে, একেবারে নতুন ফোনে সব অ্যাপ একসঙ্গে ইনস্টল করার প্রয়োজন না পড়লে এটি তেমন বড় কিছু নাও মনে হতে পারে।
ঘন ঘন নতুন অ্যাপ ইনস্টল করার চেয়েও বেশিরভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সম্ভবত ডিভাইসে এরইমধ্যে ইনস্টল করা বিভিন্ন অ্যাপ আপডেট করা বেশি দরকারি হতে পারে।
তবে, এতদিন একটি অ্যাপ পুরোপুরি আপডেট শেষ করেই কেবল পরবর্তী অ্যাপ আপডেট শুরু করতো প্লে স্টোর। এ বছরের মার্চেই গুগলের একাধিক অ্যাপ আপডেট পরীক্ষার বিষয়ে প্রতিবেদন করে অ্যান্ড্রয়েড পুলিস।
প্লে স্টোরেএকসঙ্গে তিনটি অ্যাপ আপডেট করা যাবে, যা অ্যাপল অ্যাপ স্টোরের সমান বলে প্রতিবেদনে লিখেছে আরেক প্রযুক্তি সাইট ৯টু৫ গুগল।
নতুন অ্যাপ ইনস্টলের ক্ষেত্রেও সীমা বেঁধে দেওয়া আছে, এ ক্ষেত্রে একসঙ্গে কেবল দুটি অ্যাপ ইনস্টল করতে পারবেন ব্যবহারকারীরা।
এরইমধ্যে অনেক ডিভাইস ও ব্যবহারকারীর অ্যাকাউন্টজুড়ে ফিচারটি দেখা যাচ্ছে। এ থেকে বোঝা যায় এটি বড় পর্যায়ের ‘সার্ভার-সাইড’ পরিবর্তন হিসাবে প্রকাশ হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে অ্যান্ড্রয়েড পুলিস।
সব ব্যবহারকারীর ডিভাইসে ফিচারটি আসার নির্দিষ্ট তারিখ প্রকাশ না হলেও খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।