মার্কিন কংগ্রেসের মুখোমুখি হবেন টিকটক প্রধান

“মার্কিন ব্যবহারকারীদের ডেটায় চাইনিজ কমিউনিস্ট পার্টিকে জেনে বুঝে প্রবেশাধিকার দিয়েছে বাইটডান্স মালিকানাধীন টিকটক।”

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2023, 09:11 AM
Updated : 31 Jan 2023, 09:11 AM

চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিয়ে মার্কিন নিয়ন্ত্রকদের তদন্তের কারণে যুক্তরাষ্ট্রের ‘এনার্জি অ্যান্ড কমার্স কমিটি’র কাছে সাক্ষ্য দেবেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী শৌ জি চ্যু।

কমিটির কাছে চ্যু সাক্ষ্য দেবেন ২৩ মার্চ, যা কোনো কংগ্রেশনাল কমিটির সামনে তার প্রথম হাজিরা। সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন কমিটির মুখপাত্র ও প্যানেলের প্রধান রিপাবলিকান দলীয় জনপ্রতিনিধি ক্যাথি ম্যাকমরিস।

জাতীয় নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহার বন্ধের লক্ষ্যে তৈরি এক বিল নিয়ে মার্কিন ‘হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি’ আগামী মাসে ভোটের খবরের মধ্যেই এই তথ্য এলো।

“মার্কিন ব্যবহারকারীদের ডেটায় চাইনিজ কমিউনিস্ট পার্টিকে জেনে বুঝে প্রবেশাধিকার দিয়েছে বাইটডান্স মালিকানাধীন টিকটক।”--বলেন ম্যাকমরিস রজার্স। 

তিনি আরও যোগ করেন, মার্কিন নাগরিকদের জানার অধিকার আছে কীভাবে এইসব কার্যক্রম তাদের প্রাইভেসি ও ডেটা সুরক্ষার ওপর প্রভাব ফেলে।

সোমবার চ্যু’র সাক্ষ্য দেওয়ার বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছে টিকটক।

“টিকটক, বাইটড্যান্স ও মার্কিন জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রশ্নে ‘এনার্জি অ্যান্ড কমার্স’ সংশ্লিষ্ট হাউস কমিটির সামনে সমাধানের সুযোগকে আমরা স্বাগত জানাই।” --বলেন টিকটকের এক মুখপাত্র।

তিনি আরও বলেন, কোম্পানির প্রত্যাশা কমিটির কাছে নিজেদের বিশদ পরিকল্পনা জানালে বিভিন্ন সমস্যা সমাধানের বেলায় কংগ্রেস সুপরিকল্পিত ব্যবস্থা নিতে পারবে।

কোম্পানি আরও বলেছে, “টিকটক যে মার্কিন ব্যবহারকারীদের ডেটায় চাইনিজ কমিউনিস্ট পার্টির প্রবেশাধিকার দিয়েছে ‘রিপাবলিকান ম্যাকমরিস রজার্সের ওই দাবির কোনো সত্যতা নেই’। বাইটড্যান্স বা টিকটক কারও ওপরই চাইনিজ কমিউনিস্ট পার্টির প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ নেই।”

ম্যাকমরিস রজার্স ও অন্যান্য রিপাবলিকান আইন প্রণেতারা টিকটকের কাছে আরও তথ্যের দাবি করেছেন। বিভিন্ন ক্ষতিকারক কনটেন্ট নিয়ে উদ্বেগ প্রশ্নে তরুণদের ওপর এর প্রভাবের পাশাপাশি তারা প্ল্যাটফর্মে অপ্রাপ্তবয়স্কদের ওপর সম্ভাব্য যৌন নিপীড়ন সম্পর্কিত বাড়তি তথ্যও চেয়েছেন।

তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে ১০ কোটির বেশি ব্যবহারকারী থাকা টিকটক ওয়াশিংটনকে আশ্বস্ত করতে চাইছে যে, মার্কিন নাগরিকদের ব্যক্তিগত ডেটায় প্রবেশাধিকার নেই। আর এর বিভিন্ন কনটেন্ট চাইনিজ কমিউনিস্ট পার্টি বা বেইজিংয়ের প্রভাবের অধীনে অন্য কেউ ব্যবহার করতে পারে না।

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ডেটা চীনের সরকারের কাছে চলে যেতে পারে, এই আশঙ্কায় ২০২০ সালে বাইটড্যান্সকে টিকটক বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে মার্কিন সরকারের ক্ষমতাশালী নিয়ন্ত্রক সংস্থা ‘কমিটি অন ফরেন ইনভেস্টমেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস (সিএফআইইউএস)’।

ব্যবহারকারীর ডেটা সুরক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দুই বছরেরও বেশি সময় ধরে আলোচনা চলছে সিএফআইইউএস ও টিকটকের মধ্যে।