Published : 29 Apr 2025, 01:03 PM
মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার সঙ্গে পাল্লা দিতে নতুন এআই চিপ বানাচ্ছে চীনের ইলেকট্রনিক্স প্রস্তুতকারক কোম্পানি হুয়াওয়ে।
রোববার মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছে, তাদের নতুন ও সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রসেসর নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে হুয়াওয়ে। এর মাধ্যমে মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়া’র কিছু উচ্চমানের এআই চিপের ওপর নির্ভরতা কমানোর আশা করছে কোম্পানিটি।
সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছে, ‘অ্যাসেন্ড ৯১০ডি’ নামের তাদের নতুন চিপটির কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চীনের কয়েকটি প্রযুক্তি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে হুয়াওয়ে।
প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, হুয়াওয়ে দাবি, তাদের অ্যাসেন্ড এআই চিপের সর্বশেষ সংস্করণটি এনভিডিয়ার ‘এইচ ১০০’ নামের চিপের চেয়েও শক্তিশালী হবে। পাশাপাশি মে মাসের শেষ দিকে চিপের নমুনার প্রথম ব্যাচটি বাজারে আনার কথা রয়েছে তাদের।
সোমবার রয়টার্স এক প্রতিবেদনে লিখেছে, আগামী মাসের প্রথম দিকে চীনা গ্রাহকদের কাছে নিজেদের উন্নত ‘৯১০সি’ নামের এআই চিপের বড় চালান শুরুর পরিকল্পনা করছে হুয়াওয়ে।
বছরের পর বছর ধরে এনভিডিয়া’র সঙ্গে তাল মিলিয়ে চলতে ও সেরা মানের চিপ তৈরিতে লড়াই করে আসছে হুয়াওয়ে ও তাদের চীনা সহকর্মীরা, যার মাধ্যমে প্রশিক্ষণ মডেলের জন্য বিভিন্ন মার্কিন কোম্পানির পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে তারা। আর এ প্রক্রিয়ার মাধ্যমে ডেটানির্ভর বিভিন্ন অ্যালগরিদমকে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে এরা সঠিক সিদ্ধান্ত নিতে শিখতে পারে।
চীনের প্রযুক্তিগত উন্নয়ন, বিশেষ করে দেশটির সামরিক বাহিনীর অগ্রগতি সীমিত করতে এনভিডিয়া’র ফ্ল্যাগশিপ ‘বি২০০’ নামের চিপসহ অন্যান্য উন্নত এআই পণ্য থেকে চীনকে বিচ্ছিন্ন করেছে ওয়াশিংটন। যেমন– এনভিডিয়ার ‘এইচ১০০’ নামের চিপটি ২০২২ সালে চালু হওয়ার আগেই তা চীনে বিক্রি নিষিদ্ধ করেছিল মার্কিন কর্তৃপক্ষ।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে হুয়াওয়ে সাড়া না দিলেও এনভিডিয়া কোনো মন্তব্য করতে রাজি হয়নি।