Published : 04 Nov 2017, 03:41 PM
পিপা আর জারা, এই দুই অভিন্ন চেহারার জমজ বোনকে নিয়ে আইফোন X-এর ফেইস আইডির কার্যকারিতা পরীক্ষা করেছে সিএনএন। প্রথমে ফেইস আইডি’র মাধ্যমে একটি আইফোন X আনলক করার জন্য পিপা’র চেহারা শনাক্ত করিয়ে নেওয়া হয়। এর মানে হচ্ছে আইফোনটিকে পিপার চেহারার সামনে ধরলে তা আনলক হয়ে যাবে, অন্য কারও ক্ষেত্রে হবে না। কিন্তু ভিডিওতে দেখা যায় ওই আইফোন জারার চেহারার সামনে ধরলেও এটি আনলক হয়ে যায়।
ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডার-এর পরীক্ষায় আবার ভিন্নধর্মী ফলাফল পাওয়া গেছে। এই সাইটের ভিডিওতে দেখা যায়, দুই অভিন্ন চেহারার জমজ ভাইয়ের মধ্যে একজন প্রথম তার চেহারা ফেইস আইডিতে নিবন্ধন করেন। এরপর তিনি প্রথমে হ্যাট, তারপর চশমা ও শেষে ওড়না পরে এই সিস্টেমকে বোকা বানানোর চেষ্টা চালান। কিন্তু ফেইস আইডি প্রতিবারই তাকে শনাক্ত করে ফেলে ও আইফোনটি আনলক হয়ে যায়। এরপর অন্য ভাইয়ের চেহারার সামনে ওই আইফোন X নিয়ে গেলে ডিভাইসটি আর আনলক হয়নি, এর মানে হচ্ছে ফেইস আইডি এই দুই ভাইয়ের চেহারা আলাদা করতে সক্ষম হয়েছে। এ নিয়ে তাদের একজন অবাক হয়ে বলেন, “আমাদের পরিবারেরই কিছু সদস্য যেখানে আমাদের আলাদা করতে পারে না, সেখানে আইফোন X আমাদের দুজনের মধ্যে পার্থক্য শনাক্ত করতে পেরেছে, আমি ভালোই বিস্মিত।”
প্রযুক্তি সাইট সিনেটের জ্যেষ্ঠ সম্পাদক ফেইস আইডি নিয়ে বলেছেন, “ফেইস আইডি অধিকাংশ সময়ই আমাকে শনাক্ত করতে পারে, কিন্তু মাঝে মধ্যে এটি পারে না।”
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট-এর কলাম লেখক জেফরি ফাওলার বলেন, “১০ বারের মধ্যে নয়বার ফেইস আইডি কাজ করেছে। অন্ধকারে বা সানগ্লাস পরা অবস্থায়ও এটি আমাকে শনাক্ত করেছে- কিন্তু আগ্রহবশত আমি যখন নকল দাড়ি লাগাই তখন আর এটি আমাকে শনাক্ত করতে পারেনি।”
ছবি- রয়টার্স
প্রযুক্তি রিভিউদাতা সাইট টম’স গাইড-এর প্রধান সম্পাদক মার্ক স্পুনআওয়ার বলেন, “আলো কম থাকলে বা রাতে পুরো অন্ধকারেও আমার চেহারার সামনে ধরে আইফোন X আনলক করতে কোনো সমস্যা হয়নি। কিন্তু কোনো কারণে এটি লিফটে কাজ করেনি। এক্ষেত্রে আমাকে ফেইস আইডি চালু করতে আমার পাসওয়ার্ড দিতে হয়েছে যদিও আমি এটি বন্ধ করিনি।”
ছবি- রয়টার্স
মার্কিন দৈনিক ইউএসএ টুডে’র প্রযুক্তি কলাম লেখক এডওয়ার্ড সি. বেইগ একাধিক পরিস্থিতিতে ফেইসআইডি নিয়ে পরীক্ষা করেছেন। হ্যাট পরে, সানগ্লাস পরে আর অন্ধকারে চালানো হয় পরীক্ষা। এ নিয়ে তিনি বলেন, “কয়েকবার চেষ্টার পর আমি যা করতে ব্যর্থ হই তা হচ্ছে, পর্দার সামনে আমার চেহারার একটি ছবি বা ভিডিও ধরে একে প্রতারিত করা।”
আরও খবর-