সামাজিক মাধ্যমে শেয়ারিংয়ে নজর যুক্তরাজ্যের
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2016 06:30 PM BdST Updated: 27 Aug 2016 06:30 PM BdST
বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক মালিকানাধীন মেসেজিং সেবাদাতা প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ কীভাবে মালিক প্রতিষ্ঠানের সঙ্গে ডেটা শেয়ার করে তা পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ডেটা প্রাইভেসি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। নতুন এক প্রাইভেসি নীতিমালার অধীনে এই পর্যবেক্ষণ করা হবে।
কিছু ব্যবহারকারী এই নীতিমালা-কে ইতিবাচকবভাবে নিলেও, কেউ কেউ আবার পরিবর্তিত এই প্রাইভেসি নীতিমালায় নিয়ন্ত্রণের অভাব রয়েছে ধারণা করে উদ্বিগ্ন, জানিয়েছে ইনফরমেশন কমিশন'স অফিস (আইসিও)।
শতকোটির বেশি ব্যবহারকারী থাকা হোয়াটসঅ্যাপ বৃহস্পতিবার জানায়, তারা ব্যবহারকারীদের ফোন নাম্বার ফেইসবুক-এর সঙ্গে শেয়ার করা শুরু করবে। এর ফলে সামাজিক মাধ্যমটির নেটওয়ার্কে আরও সঠিকভাবে বিজ্ঞাপন প্রদর্শন আর নতুন বন্ধু যোগ করার পরামর্শ দেওয়া যাবে।
এমন পদক্ষেপ বন্ধ করার কোনো ক্ষমতা আইসিও'র নেই বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
দেশটির তথ্য কমিশনার এলিজাবেথ ডেনহ্যাম বলেন, "নিজেদের কোনো পদক্ষেপ নেওয়ার আগে প্রতিষ্ঠানগুলোকে আগে থেকে আইসিও-এর কাছ থেকে কোনো অনুমোদন নেওয়ার দরকার পড়ে না, কিন্তু তাদেরকে অবশ্যই তথ্য সুরক্ষা আইন মেনে চলতে হবে।"
ব্যবহারকারীরা চাইলে তাদের অ্যাকাউন্টের কোনো তথ্য ফেইসবুকের সঙ্গে শেয়ার নাও করতে পারেন বলে নিজেদের পক্ষে যুক্তি দেখিয়েছে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি জানায়, তাদের পরিকল্পনা হচ্ছে এই প্লাটফর্ম ব্যবহার করে মেসেজ পাঠানোর মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো তাদের বিস্তৃতি বাড়াতে পারবে।
এর আগে চলতি বছরের শুরুতে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো যাতে হোয়াটসঅ্যাপ-এর প্লাটফর্ম ব্যবহার করেই ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করতে পারে তা নিয়ে পরীক্ষা চালানোর কথা জানায় প্রতিষ্ঠানটি।
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
-
শত কোটি চীনা নাগরিকের তথ্য ‘হ্যাকারের হাতে’
-
‘দানবীয়’ ক্যামেরা সেন্সর শাওমির নতুন ফোনে
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন