অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে ১০ জুন থেকে। আর কোম্পানির এআই পরিকল্পনা নিয়ে, এ সম্মেলনে কী ঘোষণা আসতে চলেছে সে নিয়ে চলছে জল্পনাকল্পনা।
Published : 27 May 2024, 05:42 PM
আইওএস ১৮-এর নতুন সব ফিচারের মধ্যে থাকতে পারে এআইয়ের তৈরি ইমোজি, যা আইফোনে চ্যাটিংয়ের অভিজ্ঞতায় নতুনত্ব আনতে পারে।
পাওয়ার অন নিউজলেটার ও প্রতিবেদক মার্ক গারম্যানকে উদ্ধৃতি দিয়ে এনগ্যাজেট লিখেছে, আগামী মাসে অ্যাপলের নিজস্ব সম্মেলন ডব্লিউডব্লিউডিসি আয়োজনে প্রকাশ পেতে পারে এ ফিচার।
“কোম্পানি এমন সফটওয়্যার বানাচ্ছে, যা ব্যবহারকারীদের টেক্সট মেসেজের ওপর ভিত্তি করেই কাস্টম ইমোজি তৈরি করতে পারবে।” – লেখেন গারম্যান।
এ ছাড়া, অ্যাপল এটি তৈরি করছে, যেন ব্যবহারকারীরা হোম স্ক্রিন ও অ্যাপে আরও ‘কাস্টমাইজেশনের’ সুযোগ পান। উদাহরণ হিসেবে, অ্যাপ আইকনের রং পরিবর্তন করা, বা অ্যাপের প্রথাগত ‘গ্রিড লেআউট’ পালটে নতুন করে সাজানো।
বিশেষত পরের পরিবর্তনটি অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, অনেক ব্যবহারকারীই নিজের হোম স্ক্রিনে আরও সৃজনশীল নকশা যোগ করার বিষয়ে মুখিয়ে থাকেন। তবে, এসব পরিবর্তনের বিষয়টি একেবারে নিশ্চিত নয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।
অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে ১০ জুন থেকে। আর কোম্পানির এআই পরিকল্পনা নিয়ে, এ সম্মেলনে কী ঘোষণা আসতে চলেছে সে নিয়ে চলছে জল্পনাকল্পনা।
তবে গারম্যানের মতে, চমকপ্রদ কোনো কিছুর পরিবর্তে প্রযুক্তির প্রথাগত অ্যাপলিকেশন নিয়েই কাজ করবে কোম্পানিটি। চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআই-এর সঙ্গে অ্যাপল অংশীদারিত্ব ঘোষণা করবে বলেও গুজব রয়েছে।
এ ছাড়া, সাফারি ওয়েব ব্রাউজার, অ্যাপল অ্যাসিস্ট্যান্ট সিরি, ফটো রিটাচিং, ভয়েস মেমো ট্রান্সক্রিপশনের মতো ফিচারগুলোতেও এআই সংযোজন আসতে পারে।
পাশাপাশি, ওয়েব পেইজ, বিজ্ঞপতির জন্য কোম্পানিটি ‘স্মার্ট রিক্যাপ’ ফিচার চালু করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।