রকেটটি নিয়ে তদন্ত চললেও স্পেসএক্সকে নিজেদের স্টারশিপ মিশন পরিচালনা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে মার্কিন ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ বা এফএএ।
Published : 04 Mar 2025, 03:49 PM
মঙ্গল গ্রহ অনুসন্ধানের জন্য স্টারশিপ রকেটের এক গুরুত্বপূর্ণ মিশন নির্ধারিত সময়ে উৎক্ষেপণের আগে বাতিল করেছে স্পেসএক্স।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার ঠিক আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেসএক্স-এর স্টারবেইস থেকে উৎক্ষেপণের ঠিক আগে বাতিল হয় ১২৩ মিটার দীর্ঘ রকেটটির মঙ্গল যাত্রা, যা এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় রকেট বলে দাবি কোম্পানিটির।
কাউন্টডাউনের ঠিক ৪০ সেকেন্ড বাকি থাকতে লঞ্চ টিম কী কারণে এ রকেট উৎক্ষেপণ থেকে সরে দাঁড়াল তা জানা যায়নি বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে স্পেসএক্স বলেছে, “আজকের ফ্লাইট পরীক্ষার প্রচেষ্টা থেকে সরে দাঁড়াচ্ছি আমরা। উৎক্ষেপণের পরবর্তী সেরা সুযোগটি নির্ধারণ করবে স্টারশিপ টিম।”
এর আগে টার্কস ও কাইকোস দ্বীপপুঞ্জের ওপর বিস্ফোরণের মাধ্যমে শেষ হয়েছিল স্টারশিপ রকেট পরীক্ষাটি। ওই ঘটনার কেবল ছয় সপ্তাহ পরই এই বিপত্তি ঘটল।
রকেটটির অষ্টম পরীক্ষামূলক উড্ডয়নের উদ্দেশ্য ছিল এর আগের স্টারশিপ মিশনের মতো একই গতিপথ অনুসরণ করা। তবে এতে এমন নতুন কোনো লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে যা আগে কখনও করেনি স্পেসএক্স। যার মধ্যে রয়েছে কক্ষপথে প্রথমবারের মতো একটি পেলোড স্থাপন, যেখানে ৯০ মিনিটের উড্ডয়ন পরীক্ষার সময় উৎক্ষেপণ করা হবে চারটি ডামি স্টারলিংক স্যাটেলাইট।
স্টারশিপের বিশাল পেলোড সক্ষমতার মানে হচ্ছে স্পেসএক্সের পরবর্তী প্রজন্মের বিভিন্ন স্টারলিংক স্যাটেলাইটকে কক্ষপথে পৌঁছে দেওয়ার দায়িত্ব পাবে এই রকেট। তবে রকেটটির প্রাথমিক লক্ষ্য হচ্ছে মঙ্গল গ্রহে অভিযান চালানো।
স্পেসএক্স প্রধান ইলন মাস্ক বলেছেন, ২০৫০ সালের মধ্যে লাল গ্রহটিতে স্থায়ী এক মানব ঘাঁটি তৈরি করবেন তিনি। সৌরজগৎ জুড়ে পারাপারের ক্রু ও কার্গোর জন্য হাজার হাজার স্টারশিপ রকেটের একটি বহর তৈরির পরিকল্পনাও আছে তার।
১৬ জানুয়ারি রকেটটির ব্যর্থ উড্ডয়ন পরীক্ষা নিয়ে তদন্ত চালালেও স্পেসএক্সকে নিজেদের স্টারশিপ মিশন পরিচালনা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে মার্কিন ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ বা এফএএ।
স্টারশিপ উৎক্ষেপণের আগে এফএএ-এর একজন মুখপাত্র বলেছেন, “প্রয়োজনীয় ও ব্যাপক পরিসরে নিরাপত্তা পর্যালোচনা শেষ করার পর এফএএ সিদ্ধান্ত নিয়েছে, স্পেসএক্স-এর স্টারশিপ রকেটটি উড্ডয়ন কার্যক্রমে ফিরে আসতে পারে।