এ বিনিয়োগের মধ্যে থাইল্যান্ডের বিনিয়োগ বোর্ড গত মাসে ঘোষিত আটশ ৮০ কোটি ডলারের চুক্তিটি অন্তর্ভুক্ত রয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।
Published : 03 Mar 2025, 12:40 PM
থাইল্যান্ডে ডেটা সেন্টারের জন্য আটশ ৮০ কোটি ডলার বিনিয়োগ করবে বাইটড্যান্সের ভিডিও শেয়ারিং কোম্পানি টিকটক।
শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত এক ইভেন্টে টিকটকের পাবলিক পলিসির ভাইস প্রেসিডেন্ট হেলেনা লারশ বলেছেন, পাঁচ বছরের মধ্যে থাইল্যান্ডে ডেটা সেন্টারের পেছনে আটশ ৮০ কোটি ডলার বিনিয়োগ করবে বাইটড্যান্স।
এ বিনিয়োগের মধ্যে থাইল্যান্ডের বিনিয়োগ বোর্ড গত মাসে ঘোষিত আটশ ৮০ কোটি ডলারের চুক্তিটি অন্তর্ভুক্ত রয়েছে কি না তা এখনও স্পষ্ট নয় বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
থাই বিনিয়োগ বোর্ডের মহাসচিব নারিট থেরস্টেরাসুকদি বলেন, “টিকটক এবং সিয়াম এআইয়ের বিনিয়োগ থাইল্যান্ডের ডিজিটাল এবং এআই অবকাঠামোর উন্নয়ন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ডিজিটাল উদ্ভাবনের কেন্দ্র হওয়ার জাতীয় লক্ষের সমর্থনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
টিকটক তার ‘এফিলিয়েটেড কোম্পানিগুলোর জন্য’ ডেটা হোস্টিং সুবিধা দেবে। এটি ২০২৬ সালে শুরু হওয়ার কথা রয়েছে।
এই ডেটা হোস্টিং সেবা টিকটকের তৈরি ও মালিকানাধীন ডেটা সেন্টার থেকে হবে না কি কোম্পানিটি সেবার জন্য অন্য ডেটা সেন্টার থেকে স্পেস লিজ নেবে তা স্পষ্ট করেনি কোম্পানিটি। তবে, ২০২৪ সালের অক্টোবরে এক প্রতিবেদনে উঠে এসেছিল, টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স ক্লাউড এবং এআই পরিষেবা সমর্থন করার জন্য থাইল্যান্ডে ডেটা সেন্টার খোলার বিষয়টি বিবেচনা করছে।
ডেটা নিয়ে টিকটক সবচেয়ে বড় চ্যালেঞ্জে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে কোম্পানিটি ওরাকলের ডেটা সেন্টার ব্যবহার করছে। ইউরোপে টিকটকের কার্যক্রম নরওয়ের গ্রিন মাউন্টেন এবং একটি আইরিশ ডেটা সেন্টারের মাধ্যমে চলে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক।
ওই আইনে আছে, টিকটকে চীনের অংশীদারত্ব ছয় মাসের মধ্যে কোনো আমেরিকান কোম্পানির কাছে বিক্রি করে দেবে, নয়ত যুক্তরাষ্ট্রে এই অ্যাপ নিষিদ্ধ করা হবে।
জানুয়ারিতে শপথ নেওয়ার পর এক নির্বাহী আদেশে সই করে টিকটককে ৭৫ দিনের সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এ আদেশ অনুসারে, নিষেধাজ্ঞা এড়াতে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেতা খুঁজতে এপ্রিল পর্যন্ত সময় পাবে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স।
সে সময় টিকটক পরিচালনার জন্য এক যৌথ উদ্যোগের সম্ভাবনা তুলে ধরে ট্রাম্প বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র’ ও এর চীনা মালিক বাইটড্যান্সের মধ্যে ৫০-৫০ শতাংশ অংশীদারিত্ব চাইছেন তিনি।
তবে এটি কীভাবে কাজ করতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু তখন বলেননি ট্রাম্প।