ধানমন্ডিতে বিসিএস কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যরা নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
Published : 30 Apr 2024, 04:43 PM
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ২০২৪-২০২৬ মেয়াদে নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করবেন সুব্রত সরকার।
বিগত কমিটির সভাপতি সুব্রত আগেও একবার বাংলাদেশে কম্পিউটার হার্ডওয়্যার ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটির নেতৃত্বে ছিলেন।
২৯ এপ্রিল সোমবার রাজধানীর ধানমন্ডিতে বিসিএস কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ২০২২-২০২৪ কার্যনির্বাহি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সদ্য বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্য এবং নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা পরষ্পরকে শুভেচ্ছা জানান।
বিদায়ী পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বিসিএসকে এগিয়ে নিয়ে যেতে নতুন কার্যকরী কমিটি দক্ষতার সাথে কাজ করবেন বলেই আমার বিশ্বাস। আসুন আমরা সবাই নতুন পর্ষদকে অভিনন্দন জানাই এবং আগামী দুই বছর এই পর্ষদকে সার্বিক সহযোগিতার অঙ্গিকার করি।
সভাপতির দায়িত্ব গ্রহণ করে সুব্রত সরকার বলেন, বিসিএসকে সদস্যবান্ধব এবং তথ্যপ্রযুক্তি খাতে এই সংগঠনকে এগিয়ে নিতে ‘মেম্বার ভয়েস’ বদ্ধ পরিকর।
“আমরা বিশ্বাস করি সদস্যদের উন্নতি মানেই বিসিএস এর উন্নতি।”
এমআরপি নীতি বাস্তবায়ন, ওয়ারেন্টি পলিসি নীতি কার্যকর, সদস্যদের জন্য প্রিভিলেজ কার্ড, লেনদেনের ক্ষেত্রে বিসিএসকে ক্যাশলেস সোসাইটির অন্তর্ভূক্তকরণ, সারাদেশে বিসিএস এর কার্যপরিধি বৃদ্ধির জন্য নতুন শাখা চালু করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্ণনা দেন সুব্রত।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নব নির্বাচিত যুগ্ম মহাসচিব এস এম ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, পরিচালক মো. মনজুরুল হাসান ও এইচ এম শাহ নেওয়াজ উপস্থিত ছিলেন।